রাজ্যের খবর

রাস্তার ধারে টোটোতে রহস্যমৃত্যু! শেষ মুহূর্তে ফোনে বাঁচার আকুতি

Mysterious death in Toto on the roadside! Last minute plea for survival on phone

Truth Of Bengal: নয়ন কুইরী, পুরুলিয়া: এক অদ্ভুত ফোন কলে চাঞ্চল্য ছড়াল পুরুলিয়ায়। শনিবার রাতে এক অচৈতন্য টোটো চালককে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে উদ্ধার করলেন এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে পুরুলিয়া মফস্বল থানার অন্তর্গত লাগদা পেট্রোল পাম্পের কাছে।

স্থানীয় যুবক শেখ সাহিদের কথায়, “আমরা কয়েকজন বন্ধু মিলে চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলাম। এমন সময় এক বন্ধুর মোবাইলে আসে একটি ফোন। ওপাশ থেকে শুধু বলা হয় — ‘হ্যালো, আমাকে বাঁচাবি তো? তাড়াতাড়ি আয়।’ কথাটা শুনেই আমরা মোটরবাইকে বেরিয়ে পড়ি। লাগদা পেট্রোল পাম্পের কাছে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি টোটো নজরে আসে। কাছে গিয়ে দেখি এক ব্যক্তি টোটোর ভেতর মাথা নত করে বসে আছেন, মুখে ফেনা।”

অচৈতন্য ওই ব্যক্তির নাম রহিম আনসারি (৩৫–৪০)। তিনি পুরুলিয়া পৌরসভার ২২ নম্বর ওয়ার্ডের কাটিনপাড়ার বাসিন্দা। স্থানীয় যুবকদের তৎপরতায় রহিমকে দ্রুত নিয়ে যাওয়া হয় পুরুলিয়া দেবেন মাহাতো মেডিকেল কলেজ ও হাসপাতালে। তবে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

রবিবার তাঁর দেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের হাতোয়াড়া ক্যাম্পাসের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। পরিবার ও এলাকাবাসী রহস্যজনক এই মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্তের দাবি তুলেছেন।

এই ঘটনা ঘিরে এলাকায় শোক ও চাঞ্চল্য দুই-ই ছড়িয়েছে। রহিমের অকালমৃত্যু এবং শেষ মুহূর্তের সেই ফোনকল আজ প্রশ্ন তুলে দিয়েছে— আদৌ কি এটি স্বাভাবিক মৃত্যু, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে?

Related Articles