দুর্গাপুরের আরতি গ্রামে বিস্ফোরণ, আতঙ্কে এলাকাবাসী
Explosion in Aarti village of Durgapur, locals in panic

Truth Of Bengal: শনিবার দুপুরে দুর্গাপুরের ফরিদপুর ব্লকের লাউদোহা থানার আরতি গ্রামের উত্তরপাড়ায় একটি পরিত্যক্ত বাড়িতে ঘটে রহস্যজনক বিস্ফোরণ। বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। বিস্ফোরণে বাড়ির একাংশ ভেঙে পড়ে, আশেপাশের বেশ কিছু বাড়ির জানালার কাঁচ ভেঙে যায়।
ঘটনার সময় বাড়িটির পাশে খেলছিল একটি শিশু। বিস্ফোরণের ধাক্কায় সে ছিটকে পড়ে যায় এবং আহত হয়। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চোট গুরুতর না হলেও, গ্রামজুড়ে চরম আতঙ্ক তৈরি হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, ওই পরিত্যক্ত বাড়িতে গোপনে দেশি বোমা মজুত করা ছিল। তাঁদের ধারণা, কোনও একটি বোমায় পা চাপ পড়ায় বিস্ফোরণ ঘটে থাকতে পারে। বহুদিন ধরেই সন্দেহজনক কার্যকলাপ চলছিল বলে দাবি করছেন গ্রামবাসীরা।
বিস্ফোরণের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। এলাকা ঘিরে ফেলে ব্যারিকেড করা হয়। ফরেনসিক দল এসে নমুনা সংগ্রহ করে তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে দেশি বোমার বিস্ফোরণ বলেই অনুমান।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বহুবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও তেমন কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। তাই ক্ষোভ ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে।
এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে আটক করা হয়নি। পুলিশ তদন্ত চালাচ্ছে, তবে গ্রামবাসীরা দ্রুত দোষীদের চিহ্নিত করে কড়া শাস্তির দাবি তুলেছেন।
একটি বিস্ফোরণ পুরো গ্রামবাসীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। শিশু আহত হওয়ায় আতঙ্ক আরও বেড়েছে। এলাকাবাসীর দাবি, প্রশাসনের এখনই কড়া পদক্ষেপ নেওয়া জরুরি।