দেশ

হায়দরাবাদে গুলজার হাউসে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত শিশুসহ ১৬

Massive fire breaks out at Gulzar House in Hyderabad, 16 including child dead

Truth Of Bengal: হায়দরাবাদের প্রাণকেন্দ্র চারমিনারের সামনে অবস্থিত গুলজার হাউসে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ ১৬ জন প্রাণ হারিয়েছেন। রবিবার ভোরে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। আশঙ্কা করা হচ্ছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

রবিবার ভোর ছটা নাগাদ হঠাৎ করেই আগুন লাগে গুলজার হাউসের একতলায়। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে পুরো ভবনে। নিচতলায় দোকান এবং উপরের তলাগুলিতে বাসা-বাড়ি থাকায় অনেক মানুষ আগুনের মধ্যে আটকে পড়েন।

দমকলের ১২টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। এলাকা ঘিঞ্জি হওয়ায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে দমকল বাহিনীকে। স্থানীয় বাসিন্দারা জানান, আগুন লাগার পর অনেকেই ছাদে আশ্রয় নিয়েছিলেন। সেখান থেকে পাঁচজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। আগুন লাগার কারণ এখনও নিশ্চিত নয়, তবে দমকল কর্মীদের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড ঘটেছে।

ঘটনার পরপরই মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি দমকলমন্ত্রী পুন্নম প্রভাকরের সঙ্গে কথা বলেন এবং আহতদের যথাযথ চিকিৎসার নির্দেশ দেন। ক্ষতিগ্রস্ত পরিবারদের সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি।

এই অগ্নিকাণ্ডে যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রত্যেক নিহত ব্যক্তির পরিবারকে প্রধানমন্ত্রী জাতীয় তহবিল থেকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০,০০০ টাকা আর্থিক সাহায্যের ঘোষণাও করেন তিনি। শহরজুড়ে শোকের ছায়া নেমে এসেছে এই মর্মান্তিক ঘটনায়। স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দল পরিস্থিতি মোকাবিলায় কাজ চালিয়ে যাচ্ছে।

Related Articles