কালিঝোড়ায় ঝড়ে ভেঙে পড়ল বিশাল গাছ, ১০ নম্বর জাতীয় সড়কে যান চলাচল বন্ধ
Huge tree fell in the storm during the blackout, traffic on National Highway 10 closed

Truth Of Bengal: অবিরাম বৃষ্টির ফলে কালিঝোড়া এলাকায় একটি বিশাল গাছ রাস্তার উপর ভেঙে পড়েছে, যার কারণে ১০ নম্বর জাতীয় সড়কের যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গ এবং পার্বত্য এলাকার একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা ছিল, আর সেই পূর্বাভাস বাস্তবে পরিণত হয়েছে। রবিবার কালিঝোড়ায় একটানা বৃষ্টির কারণে আচমকাই রাস্তার উপর গাছ পড়ে যাওয়ায় স্থানীয় মানুষ ও পর্যটকদের ব্যাপক সমস্যায় পড়তে হয়েছে।
এই কারণে রাস্তার দুপাশে গাড়ির দীর্ঘ লাইন তৈরি হয়। খবর পেয়ে প্রশাসনিক উচ্চাধিকারীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জরুরি ভিত্তিতে গাছ কাটার কাজ শুরু করেন। যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে চলা কাজের ফলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। প্রশাসনের পক্ষ থেকে গোটা পরিস্থিতির ওপর সজাগ নজর রাখা হচ্ছে এবং যান চলাচল যাতে দ্রুত পুনরায় শুরু হয় তার জন্য সমস্ত ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
অবিরাম বৃষ্টির কারণে বিভিন্ন এলাকার বন্যা, ভাঙন ও দুর্ঘটনার আশঙ্কা করেই প্রশাসন জনসচেতনতা বাড়াতে কাজ চালিয়ে যাচ্ছে। স্থানীয়দেরও আবহাওয়ার প্রতি সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।