খেলা

জমে উঠেছে মোহনবাগানের নির্বাচন, একের পর এক সভা সৃঞ্জয়ের

Mohun Bagan elections are in full swing, Srinjay is organizing one meeting after another

Truth Of Bengal: সরকারিভাবে তারিখ এখনও ঘোষণা হয়নি মোহনবাগানের নির্বাচনের দিন। তবুও আশা করা যাচ্ছে আগামী মাসের যে কোনও দিনই ঘোষণা হয়ে যেতে পারে নির্বাচনের দিনক্ষণ। ইতিমধ্যেই শাসক-বিরোধী দুই পক্ষই ভোটের ময়দানে নেমে পড়েছেন। পৌঁছে যাচ্ছেন ভোটারদের কাছাকাছি। বলছেন নির্বাচনে জিতে এলে ক্লাবের জন্য কি কি কাজ করতে চান।

শনিবার বাগুইআটিতে এক নির্বাচনী সভা সারেন টুটু পুত্র সৃঞ্জয় বসু। বন্ধুমহল ক্লাবে সেই সভা অনুষ্ঠিত হয়। সেখানে প্রায় শ দেড়েক বাগান সদস্যের পাশাপাশি উপস্থিত হয়েছিলেন বহু সমর্থকও। মানব ঘোষের তত্ত্বাবধানে এই সভায় একই মঞ্চে উপস্থিত ছিলেন তাপস চট্টোপাধ্যায়, প্রাক্তন ফুটবলার শিশির ঘোষ সহ আরও অনেকে।

এরপর রবিবার সকালে উত্তর কলকাতার পাইকপাড়ার মোহিত মৈত্র মঞ্চেও সভা করেন বিরোধী নেতা সৃঞ্জয় বসু। সেখানেও ভিড় জমান সৃঞ্জয় অনুগামীরা। ছিলেন মোহনবাগান ক্লাবের অনেক সমর্থকও। রবিবার পাইকপাড়ার সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন বাগান গোলরক্ষক শিল্টন পাল, গায়ক নচিকেতা চক্রবর্তী, লক্ষ্মীরতন শুল্কা সহ আরও অনেকে। মোট কথা বাগানের নির্বাচন ঘিরে এখন জমে উঠেছে বসু বনাম দত্ত-র লড়াই। আর সেই লড়াইয়ে শেষ পর্যন্ত কে বাজিমাত করে তা সময় হলেই বোঝা যাবে!

Related Articles