দেশ

পাক হ্যান্ডলারকে তথ্য পাচার! পানিপথে গ্রেফতার এক নিরাপত্তারক্ষী

Security guard arrested for leaking information to Pakistani handler in Panipat

Truth Of Bengal: পাকিস্তানভিত্তিক হ্যান্ডলারের কাছে ভারতের গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল তথ্য পাচারের অভিযোগে বুধবার পানিপথ থেকে গ্রেফতার হল এক নিরাপত্তারক্ষী। অভিযুক্তের নাম নওমান ইলাহী, বয়স ২৪ বছর। তিনি উত্তরপ্রদেশের শামলি জেলার কৈরানার বাসিন্দা। পানিপথের একটি শিল্প ইউনিটে নিরাপত্তারক্ষীর কাজে নিযুক্ত ছিলেন তিনি।

পুলিশ সূত্রে খবর, করনালের পুলিশ সুপার গঙ্গা রাম পুনিয়া জানিয়েছেন, সূত্র মারফত পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযুক্তকে চিহ্নিত করে গ্রেফতার করা হয়েছে। জ্ঞাসাবাদের সময় জানা যায়, পাকিস্তানের কিছু ব্যক্তির সঙ্গে যোগাযোগ ছিল নওমানের। এবং তিনি তাদেরকে গুরুত্বপূর্ণ তথ্যও দিয়েছেন।

এই ঘটনার প্রেক্ষিতে পানিপথের ইন্ডাস্ট্রিয়াল এরিয়া থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে। অভিযুক্তের মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে এবং সেটি খতিয়ে দেখে আরও তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।

পুলিশ জানিয়েছে, গোটা ঘটনায় আরও কিছু ব্যক্তি জড়িত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। সেই সূত্রেই চলছে জিজ্ঞাসাবাদ। তদন্তকারী সংস্থাগুলোর কাছ থেকেও প্রমাণ সংগ্রহের প্রক্রিয়া চলছে।

পুনিয়া বলেন, “প্রাথমিক তদন্তে অভিযুক্তের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা পাওয়া গিয়েছে। তাই মামলাটি রুজু করা হয়েছে এবং তদন্ত আরও গভীরভাবে চালানো হচ্ছে।

Related Articles