অরুণাচল প্রসঙ্গে চিনের অতি সক্রিয়তা, নিন্দায় সরব নয়া দিল্লি
New Delhi condemns China's over-activity in Arunachal Pradesh

একদিকে ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতি জারি। অন্যদিকে ফের চিনের সক্রিয়তা অরুণাচল প্রদেশ নিয়ে। চিনের অরুণাচল প্রদেশের উপর আধিপত্য বিস্তারের চেষ্টা প্রসঙ্গে নিন্দায় সরব নয়া দিল্লি। অরুণাচল প্রদেশের কিছু অংশের নাম পরিবর্তনের চেষ্টা চালায় বেজিং। তারই তীব্র প্রতিবাদ ভারতের।
ভারতের একটি অবিচ্ছেদ্য অংশ হল অরুণাচল প্রদেশ, চিনকে মনে করিয়ে দেয় ভারত। চিনের এই প্রচেষ্টা যে সম্পূর্ণই অকার্যকর, তা জানিয়ে দেয় ভারতের বিদেশ মন্ত্রক। বিদেশ মন্ত্রকের কথায়, “ভারতের নীতিগত অবস্থানের সঙ্গে সামঞ্জস্য রেখে, চিনের অযৌক্তিক ও নিরর্থক প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করা হচ্ছে। অরুণাচল প্রদেশ ভারতের অংশ ছিল, আছে এবং সবসময় থাকবে।”
চিনের তরফ থেকে বহুদিন ধরেই অরুণাচল তাদের অংশ বলে দাবি করা হচ্ছে। ভারত চিনের সংঘর্ষের অন্যতম কারণই হল অরুণাচল প্রদেশ। প্রায়ই অরুণাচলের বেশ কয়েকটি জায়গার নাম পরিবর্তন করে প্রকাশ করা হয় মানচিত্র। তবে চিনের এই প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করে ভারত।
ভৌগোলিক অবস্থানের দিক দিয়ে অরুণাচল প্রদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। চিনের তিব্বতের সঙ্গে সীমান্ত ভাগ করে ভারতের এই রাজ্য। বেজিংয়ের দাবি, ঐতিহাসিকভাবেই এটি তিব্বতের অংশ। তবে সেই দাবির বিরোধিতা করে ভারত।