রাজ্যের খবর

মুখ্যমন্ত্রীর নির্দেশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে রোডের পাশে সরকারি জমিতে উঠছে পাকা বাড়ি  

Concrete houses are being built on government land next to the road, ignoring the Chief Minister's orders.

Truth of Bengal: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কয়েক মাস আগে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন কোন সরকারি জায়গা পুকুর কিংবা নয়নজুলিতে অবৈধ নির্মাণ চলবে না। কিন্তু কে শোনে কার কথা, প্রশাসনের চোখে ধুলো দিয়ে দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমা ও কাকদ্বীপ থানার নতুন নাস্তা গঙ্গাধরপুর রোডের পাশেই নয়জুলিতে অবাধে তৈরি হচ্ছে বেশ কিছু পাকা বাড়ি। মাটি ফেলে ভরাট করা হচ্ছে জল নিকাশি।

ওই রোডের সাইকেল মোড় সংলগ্ন এলাকায় রাস্তার ধারের গাছ কেটে পুকুর ও নয়নজুলি ভরাট শুরু করে এক আইসিডিএস কর্মী পারুল দাস। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান মাটি ফেলার বরাত যিনি নিয়েছেন তিনি প্রশাসনের সঙ্গে কথা বলে নিয়েছে। অবশ্য  প্রশাসন জানার পর কাজটিকে বন্ধ করে দেয়। আবারো নয়নঞ্জলির উপর উঠছে একটি পাকা ঘর  তিনি জানান প্রসাসনের ঘর করার অনুমতি নিয়েছেন।

এখন প্রশ্ন উঠছে কোন প্রশাসনের কাছ থেকে অনুমতি নিয়েছেন। এই প্রশাসন কে? যিনি মুখ্যমন্ত্রীর নির্দেশ কে বুড়ো আঙ্গুল দেখিয়ে অনুমতি দিচ্ছেন সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। তবে পঞ্চায়েত সদস্যের কথায়, “এগুলি সরকারি জায়গাও নয়, রোডের উপর তো আর ঘর করছে না, ঘর করা বৈধ।”

Related Articles