পহেলগাঁও কান্ডের জের, পাক তারকাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ ভারতের
India takes strict action against Pakistani stars in wake of Pahalgaon incident

Truth Of Bengal: পহেলগাঁও হত্যাকাণ্ডের পর থেকেই উত্তপ্ত ভারত-পাক সম্পর্ক। পাকিস্তানকে যোগ্য জবাব দিতে ইতিমধ্যেই ভারতের ‘অপারেশন সিঁদুর’ সফল। তারপর থেকেই একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। যদিও পাকিস্তানের সমস্ত চেষ্টায় ব্যর্থ করে পাল্টা পাকিস্তানকেই প্রত্যাঘাত করছে ভারত। তবে পাকিস্তানের আবেদনে সংঘর্ষ বিরতির পথে হেঁটেছে ভারত। তবে ভারতের হুশিয়ারি, পাকিস্তান যদি আবার হামলা কবে ভারত আরও যোগ্য জবাব দেবে। আর এই আবহেই পাকিস্তানি তারকাদের নিয়ে বড় পদক্ষেপ করল ভারত।
পহেলগাঁও হত্যাকাণ্ডের পর পাকিস্তানি তারকারা এই হামলার নিন্দা করেছিলেন। কিন্তু ভারত প্রত্যাঘাত হানতেই উল্টো সুরে কথা বলেছিলেন তাঁরা। মাহিরা, মাওরা ও ফওয়াদ তাঁদের সমাজমাধ্যমে ‘অপারেশন সিঁদুর’-এর নিন্দা করেছিলেন। এমনকি ভারতের ‘কাপুরুষোচিত’ পদক্ষেপ বলেও দাবি করেছিলেন তাঁরা। এবার এই তিন পাক তারকা মাহিরা খান, ফওয়াদ খান এবং মাওরা হোসেনদের বিরুদ্ধে বড় পদক্ষেপ ভারতের। জানা গিয়েছে, এবার বাদ পড়ল তাদের ছবিগুলির পোস্টার থেকে। ভারতের বিভিন্ন সঙ্গীত সংক্রান্ত অ্যাপে ছিল ছবিগুলির পোস্টার। সেই পোস্টার থেকেই বেছে বেছে তিন জনের ছবি বাদ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, তিন অভিনেতাই ভারতে কাজ করেছেন। ফওয়াদ খান ‘খুবসুরত’, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’, ‘কপূর অ্যান্ড সনস্’ নামে তিনটি ছবিতে অভিনয় করেছিলেন তিনি। ‘সনম তেরি কসম’ ছবিতে নজর কেড়েছিলেন মাওরা হোসেন। আর মাহিরা ‘রইস’ ছবিতে শাহরুখ খানের সঙ্গে জুটি বেঁধেছিলেন। পাশাপাশি চলতি বছরেই ৯ বছর পরে ফের বলিউডের ছবিতে কাজ করেছিলেন তিনি। বাণী কপূরের বিপরীতে ‘আবির গুলাল’ ছবিতে অভিনয় করেছিলেন ফওয়াদ। ৯ মে মুক্তি পাওয়ার কথা ছিল সেই ছবি। কিন্তু পহেলগাঁও কাণ্ডের জেরে সেই ছবি আর মুক্তি পায়নি। আর এই আবহেই আবারও ভারতের নিষেধাজ্ঞায় পাক তারকারা। সব মিলিয়ে ভারত সরকারের এই পদক্ষেপকে কুর্নিশ জানিয়েছেন দেশবাসী।