সিবিএসই ১২ শ্রেণির ফলাফল প্রকাশ, আজই প্রকাশিত হতে পারে দশম শ্রেনীর রেজাল্ট
CBSE Class 12th results released, Class 10th results likely to be released soon

Truth Of Bengal: সিবিএসই ১২শ শ্রেণির পরীক্ষায় অংশগ্রহণকারী লক্ষ লক্ষ শিক্ষার্থীর অপেক্ষার অবসান ঘটেছে। ১৩ মে মঙ্গলবার সিবিএসই ১২ শ্রেণির ফলাফল ঘোষণা করা হয়েছে। এ বছর পাশের হার দাঁড়িয়েছে ৮৮.৩৯ শতাংশ। পরীক্ষা শুরু হয়েছিল ৩৯ দিন আগে। এবার সিবিএসসি পরীক্ষা দিয়েছিলেন মোট ১৬,৯২,৭৯৪ জন পরীক্ষার্থী। ১৭,০৪,৩৬৭ জন পরীক্ষার্থী পরীক্ষার জন্য নাম নথিভুক্ত করেছিলেন।এর মধ্যে পাশ করেছেন ১৪,৯৬,৩০৭ জন। পাশের হারের নিরিখে দেশের মধ্যে প্রথম স্থানে রয়েছে বিজয়ওয়াড়া। পাশের হার ৯৯.৬০ শতাংশ।
🔴#BREAKING : CBSE 10वीं का रिजल्ट जारी#CBSE pic.twitter.com/Up5rhmd4D6
— NDTV India (@ndtvindia) May 13, 2025
অন্যদিকে, ১০ম শ্রেণির ফলাফলও খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে। বোর্ড সূত্রে জানা গেছে, ফলাফল প্রকাশের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সূত্র অনুযায়ী, আজই ১০ম শ্রেণির ফলাফল প্রকাশিত হতে পারে।
গতবার (২০২৩) সিবিএসই ১০ম শ্রেণির পরীক্ষায় ৯৩.৬০ শতাংশ শিক্ষার্থী পাশ করেছিল। এবার সেই পাশের হার কত হয়, এবং ছেলেরা না মেয়েরা কারা এগিয়ে থাকবে, সেদিকে নজর সকলের।
ডিজিলকার (DigiLocker) ১২ মে একটি পোস্টে জানিয়েছে, সিবিএসই ফলাফল শীঘ্রই প্রকাশিত হবে। ডিজিলকার ওয়েবসাইট digilocker.gov.in-এ গিয়ে দেখা যাচ্ছে “ফলাফল শীঘ্রই আসছে”। ফলে ধারণা করা হচ্ছে, আজকের মধ্যেই, আগামী ১-২ ঘণ্টার মধ্যে ফলাফল প্রকাশ পেতে পারে।
ফলাফল দেখার জন্য শিক্ষার্থীদের অবশ্যই তাদের অ্যাডমিট কার্ডের রোল নম্বর প্রয়োজন হবে। তাই আগে থেকেই অ্যাডমিট কার্ডটি নিজের কাছে রেখে দেওয়া বাঞ্ছনীয়। রোল নম্বর ছাড়া অনলাইনে ফলাফল দেখা যাবে না।
কীভাবে ১০ম শ্রেণির রেজাল্ট চেক করবেন?
ফলাফল চেক করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন:
-
CBSE-এর অফিসিয়াল ওয়েবসাইট results.cbse.nic.in বা cbse.gov.in-এ যান।
-
“CBSE Class 10th Result” লিঙ্কে ক্লিক করুন।
-
রোল নম্বর, অ্যাডমিট কার্ড আইডি ও জন্ম তারিখ লিখে সাবমিট করুন।
-
আপনার ফলাফল স্ক্রিনে দেখা যাবে।
-
আপনি এটি ডাউনলোড করে রাখতে বা প্রিন্টআউট নিতে পারেন।
মূল মার্কশিট স্কুল থেকে কিছুদিন পর সংগ্রহ করতে হবে।
রেজাল্ট দেখার অন্যান্য বিকল্প
ওয়েবসাইট ছাড়াও, ডিজিলকার (DigiLocker) ও উমং অ্যাপ (UMANG App) থেকেও ফলাফল দেখা যাবে। এছাড়া, SMS-এও রেজাল্ট পাওয়া সম্ভব। এজন্য আপনার ফোন থেকে: CBSE10 <Roll Number> <DOB> <School Number> <Centre Number>
উক্ত ফর্ম্যাটে লিখে ৭৭৩৮২৯৯৮৯৯ নম্বরে পাঠান। কিছুক্ষণ পরেই আপনার মোবাইলে রেজাল্ট চলে আসবে।