রাজ্যের খবর

শিলিগুড়িতে নিখোঁজ চার কিশোর, চাঞ্চল্য এলাকায়

Four teenagers missing in Siliguri, in a sensitive area

Truth Of Bengal: শিলিগুড়ির মাদানী বাজার এলাকা থেকে একসঙ্গে চার নাবালক নিখোঁজ হয়ে যাওয়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা শহরে। নিখোঁজ নাবালকরা হল, নানু তামাং, দ্বিপ অধিকারী, রিপন রায় এবং কার্তিক পাসওয়ান। জানা গিয়েছে, সোমবার সকালে তারা চারজনেই ব্যাগ নিয়ে বাড়ি থেকে বের হয়। কিন্তু রাত পর্যন্ত বাড়ি না ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়ে পরিবারের সদস্যরা।

প্রথমে আত্মীয়স্বজন ও পরিচিতদের কাছে খোঁজখবর নেওয়া হলেও কোথাও তাদের হদিস মেলেনি। শেষপর্যন্ত নিরুপায় হয়ে চারটি পরিবারই নিউ জলপাইগুড়ি থানায় নিখোঁজ ডায়েরি করেন। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নাবালকরা কোথায় এবং কী উদ্দেশ্যে গিয়েছে তা এখনও স্পষ্ট নয়। তাদের মোবাইল ফোন বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। এলাকায় লাগানো সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি বন্ধু-বান্ধব এবং স্কুলের শিক্ষকদের সঙ্গেও কথা বলা হচ্ছে।

নিখোঁজের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। চারটি পরিবারের সদস্যরা চরম উদ্বেগ ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। কান্নায় ভেঙে পড়েছেন নাবালকদের বাবা-মা। তাদের একটাই আরজি —”আমাদের ছেলেদের যেভাবেই হোক ফিরিয়ে দিন।” পুলিশ সূত্রে জানানো হয়েছে, সমস্ত সম্ভাব্য দিক খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে বিভিন্ন থানায় এবং বাইরের জেলাতেও বার্তা পাঠানো হয়েছে। দ্রুত তাদের খুঁজে বার করার চেষ্টা চলছে।

Related Articles