রান্নাঘর

ডুয়ার্সে হাতির হানায় মৃত নন্দু খেরিয়ার পরিবারের হাতে ক্ষতিপূরণ তুলে দিলো বনদফতর

Forest department pays compensation to family of Nandu Kheria, who died in elephant attack in Dooars

Truth of Bengal: হাতির হানায় মৃত্যু হাওয়া নন্দু খেরিয়ার পরিবারের হাতে ক্ষতিপূরণ তুলে দিলো বনদফতর। ২১ শে এপ্রিল লাটাগুড়ি জঙ্গল থেকে একটি হাতি বেরিয়ে এসে তাকে আক্রমণ করে তাকে। এরপরেই তার মৃত্যু হয়।

গত ২১ শে এপ্রিল নিজের বাড়িতে হাতির হানায় মৃত্যু হয় নন্দু খেরিয়ার। ডুয়ার্সের মাটিয়ালি ব্লকের বড়দিঘী বনবস্তি এলাকায় ওই দিন রাতে পাশ্ববর্তী লাটাগুড়ি জঙ্গল থেকে একটি হাতি বেরিয়ে এসে তাকে আক্রমণ করে। সেদিন রাতেই তাকে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়।

শনিবার বিকেলে মৃত নন্দু খেড়িয়ার পরিবারের হাতে ক্ষতিপূরণের টাকার চেক তুলে দিল বনদফতর। এদিন বড়দিঘি বিট অফিসে আনুষ্ঠানিকভাবে নন্দু খেরিয়ার ছেলের হাতে ওই চেক তুলে দেন খুনিয়া স্কোয়াডের রেঞ্জার সজল কুমার দে, বড়দিঘি বিট অফিসার দীপক রায় প্রধান প্রমুখ।

জানা যায়, ২০ হাজার টাকা আগেই দেওয়া হয়েছিল। এদিন ৪ লক্ষ ৮০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়। পাশাপাশি এদিন এলাকার জনগণকে নিয়ে মানুষ – বন্যপ্রাণী সংঘাত রোধের বিষয়ে সচেতনতা শিবিরও করা হয়।

Related Articles