বিনোদন

নিজের মূত্র পান করেন পরেশ রাওয়াল! বিস্ফোরক স্বীকারোক্তি ঘিরে শোরগোল

Paresh Rawal drinks his own urine! Outrage over explosive confession

Truth Of Bengal: বলিউডের জনপ্রিয় অভিনেতা পরেশ রাওয়াল এবার এক অদ্ভুত অভিজ্ঞতা ভাগ করে নিয়ে চমকে দিলেন সবাইকে। এক ইউটিউব সাক্ষাৎকারে তিনি জানান, হাঁটুর মারাত্মক চোট সারাতে টানা ১৫ দিন নিজের প্রস্রাব পান করেছিলেন!

ঘটনা ১৯৯০ দশকের। রাজকুমার সন্তোষীর ‘ঘটক’ ছবির শুটিং চলছিল। হঠাৎই হাঁটুতে মারাত্মক চোট পান পরেশ। সঙ্গে সঙ্গেই তাঁকে মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা বলেন, সুস্থ হতে অন্তত দু’মাস সময় লাগবে।

ঠিক তখনই দেখতে আসেন অজয় দেবগণের বাবা বীরু দেবগণ। তিনি পরেশকে অদ্ভুত এক পরামর্শ দেন— দিনের প্রথম মূত্র পান করলে নাকি দ্রুত আরোগ্য লাভ হবে। শর্ত ছিল, মদ্যপান, ধূমপান বা মাংস খাওয়া চলবে না আগের রাতে।

প্রথমে ঘিনঘিনে লাগলেও, পরেশ রাওয়াল দ্রুত সেরে উঠার আশায় সাহস করে নিয়েছিলেন এই সিদ্ধান্ত। টানা ১৫ দিন মূত্রপান করেন তিনি। ফলাফল? এক্স-রেতে দেখা যায়, চোট দ্রুত সেরে উঠছে! দেড় মাসের মধ্যেই তিনি পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন।

এই কথা প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে চরম সমালোচনা। কেউ বলছেন, “বমি পাচ্ছে।” আবার কেউ কটাক্ষ করে লিখেছেন, “মুখ খুললেই সমস্যা।” অনেকেই পরেশের এই মন্তব্যকে ভারতের সম্মানের জন্য ক্ষতিকর বলে মনে করছেন।

চিকিৎসকরা অবশ্য এই ধরনের চিকিৎসা পদ্ধতির পক্ষে নন। তাদের মতে, মূত্রপান কোনো বৈজ্ঞানিক চিকিৎসা নয়। উল্লেখ্য, পরেশ রাওয়াল এর আগেও বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে উঠে এসেছিলেন। এবারও তার ব্যতিক্রম হলো না!

Related Articles