দেশ

যুদ্ধবিরতির চুক্তি ভাঙল পাক সেনা, পুঞ্চে গুলির লড়াইয়ে পাল্টা জবাব দিল ভারত

Pakistan Army violates ceasefire agreement, India retaliates in Poonch gunfight

Truth of Bengal: পাকিস্তান রয়েছে পাকিস্তানেই। প্রতিনিয়ত তারা লঙ্ঘন করছেন যুদ্ধবিরতি চুক্তি। গত দু’দিন ধরে রাতের আঁধারে জম্মু-কাশ্মীরের পুঞ্চ ও কুপওয়াড়া বরাবর সংঘর্ষ বিরতি চুক্তি ভেঙে গোলাগুলি পাক সেনা। পাল্টা জবাব দিয়েছে ভারত। এবার এই নিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করে ভারতীয় সেনার তরফে জানিয়ে দেওয়া হয়েছে, ২৭-২৮ এপ্রিল রাতে পাকিস্তানি সেনাবাহিনী নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে কুপওয়ারা এবং পুঞ্চ জেলায় প্রতিনিয়ত গোলাবর্ষণ চলছে।

তবে ভারতীয় সেনার তরফ থেকে দেওয়া হয়েছে উপযুক্ত জবাব। বলা বাহুল্য,পহেলগাঁও হামলার পর শিমলা চুক্তি বাতিলে এই প্রথম সংঘর্ষ বিরতি চুক্তি ভাঙল পাক সেনা। বলা বাহুল্য, এই প্রথম নয় অতীতে অবশ্য পাকিস্তান বার বার এই চুক্তির শর্ত লঙ্ঘন করেছে। সিয়াচেন থেকে শুরু করে কার্গিলে যুদ্ধের সময়ে পাকিস্তানি সেনা নিয়ন্ত্রণরেখা অতিক্রম করেছে। তবে এ বিষয়ে ভারতের অভিযোগ তারা মানতে চায়নি। এ বার পহেলগাঁও কাণ্ডের পর আবারও সেই চুক্তি লঙ্ঘন করতে চলেছে পাক সেনা।

গত ২২ এপ্রিল পহেলগাঁওতে জঙ্গি হামলার ঘটনা ঘটে। আর তাতে প্রাণ হারান ২৮ জন। নিহতদের মধ্যে বেশিরভাগজনই পর্যটকেরা। এরপরেই পাক মদতপুষ্ট জঙ্গিগোষ্ঠী লস্করের ছায়া সংগঠন টিআরএফ এই হামলার দায়ও স্বীকার করে নেন। পাকিস্তানকে পালটা চাপ দিতে ভারতের তরফে সিন্ধু জলচুক্তি বাতিল করা হয়। ইসলামাবাদও সীমান্ত শান্তি বজায় রাখার হাতিয়ার পাঁচ দশকের পুরনো শিমলা চুক্তি বাতিল করে দেয়।

এরপর থেকেই সীমান্তবর্তী এলাকা থেকে লাগাতার গুলি চালাতে শুরু করে পাক সেনা। লাগাতার চারদিন ধরে এলওসি-তে উত্তেজনা সৃষ্টি করে রেখেছে তারা। তবে পালটা জবাবও পেয়েছে। আপাতত এসব সীমান্তগুলি ভারতীয় সেনার কড়া নজরদারির আওতায়। আর এখান থেকেই স্পষ্ট যে, পাকিস্তান যতবার হামলা চালাবে, ততবারই পাবে প্রত্যাঘাত।

Related Articles