রাজ্যের খবর

কালবৈশাখীর ঝরে ভেঙে পড়লো মাটির বাড়ি, দেওয়াল চাপা পরে মৃত্যু হলো এক বৃদ্ধার

Mud house collapsed due to Kalbaisakhi rain, killing an elderly woman after the wall collapsed

Truth of Bengal: হটাৎ কালবৈশাখীর ঝরে ভেঙে পড়লো মাটির বাড়ি। দেওয়াল চাপা পরে মৃত্যু হলো এক বৃদ্ধার, আহত আরও দুই। ঘটনাটি ঘটে শনিবার রাতে আরামবাগের হরিণখোলা নবাসন এলাকায়। মৃত বৃদ্ধার নাম কমলা ছাতি,বয়স ৭৫। আহতদের নাম অমিত ছাতি ও পিন্টু ছাতি।

জানা যায়,শনিবার রাত নটার পর আরামবাগ মহকুমা জুড়ে শুরু হয় প্রবল কালবৈশাখী ঝর ও সাথে বৃষ্টির তান্ডব। সেই তান্ডবেই হরিণখোলা নবাসন এলাকায় হুড়মুড়িয়ে ভেঙে পরে ছাতি পরিবারের মাটির বাড়িটি। পরিবার সূত্রে জানা যায়, ঝর বৃষ্টির সময় মা কমলা ছাতি ও তার ছোট ছেলে পিন্টু ছাতি সেই মাটির বাড়ির মধ্যে ছিলেন। বড়ো ছেলে অমিত ছাতি যখন মা ও ভাইকে পাকা বাড়িতে আনার জন্য যায়। সেই সময় তাদের তিনজনের উপর হুড়মুড়িয়ে ভেঙে পরে মাটির বাড়িটি।

দেওয়াল চাপা পরে যায় তিন জনেই। স্থানীয়দের সহযোগিতায় তাঁদের তিনজনকে উদ্ধার করে আরামবাগ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক কমলা দেবীকে মৃত বলে ঘোষণা করেন।

অমিত ছাতির অবস্থা আশঙ্কজনক হওয়ার তাকে সেখান থেকে বর্ধমান মেডিক্যালে স্থানান্তরিত করা হয়। পিন্টু আরামবাগে মেডিক্যালে চিকিৎসাধীন। শনিবার রাতে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পরে এলাকায়। খবর পেয়ে রবিবার সকালে পরিবারের সদস্যদের সাথে দেখা করেন স্থানীয় পঞ্চায়েত প্রধান।

 

Related Articles