তামিলনাড়ুর বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত ৩
Massive explosion at Tamil Nadu firecracker factory, 3 dead
Truth Of Bengal: ফের তামিলনাড়ুর বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। শনিবার তামিলনাড়ুর বিরুধুনগর জেলায় এই বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে বলে খবর। আর তাতেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু তিন মহিলার। সেইসঙ্গে আরও বেশ কয়েকজন মহিলা আগুনে পুড়ে গিয়েছেন। তাদেরকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে হাসপাতালে। বাজি কারখানায় বিস্ফোরণের খবর সামনে আসতেই ঘটনাস্থলে পৌঁছিয়েছে পুলিশ। সেইসঙ্গে এই পুরো ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত।
স্থানীয় এক পুলিশ জানিয়েছেন,শনিবার বিরুধুনগর জেলার একটি বাজি কারখানায় এক বিরাট বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণটি এতটাই ভয়াবহ ছিল যে তিনজন মহিলা পুড়ে মারা যান। যদিও আরও অনেকে দগ্ধ হয়েছেন। নিহত মহিলাদের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বাজি কারখানার মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তবে এখন কারখানার মালিকের খোঁজ মেলেনি। তাঁকে খুঁজতে শুরু হয়েছে তল্লাশি। কীভাবে বাজি কারখানায় এই ভয়াবহ বিস্ফোরণ হল তা এখন সামনে আসেনি। এই পুরো ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
\বলা বাহুল্য, তামিলনাড়ুর বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা প্রথম নয়। এরআগেও একাধিকবার ঘটেছে এই ঘটনা । চলতি বছরের জানুয়ারি মাসেতামিলনাড়ুর বিরুধুনগরে একটি বাজি কারখানায় বিস্ফোরণ হয় ৷ আর তাতে মৃত্যু হয় কারখানায় কর্মরত ছয় কর্মীর।সেইসঙ্গে বিস্ফোরণের মাত্রা এতটাই তীব্র ছিল যে, বিস্ফোরণের জেরে ধুলিসাৎ হয়ে গিয়েছে কারখানার চারটি ঘর ৷ এই ঘটনার রেশ কাটতে না কাটতে তামিলনাড়ুর বাজি কারখানায় আবারও ঘটল বিস্ফোরণের ঘটনা।