রাজ্যের খবর

মালদায় আদিবাসী মহিলার রহস্য মৃত্যু, অতিরিক্ত চোলাই পানই ডেকে আনলো কাল

Mysterious death of tribal woman in Malda, may have been caused by excessive drinking of liquor

Truth of Bengal: পুরাতন মালদার গোবিন্দপুর এলাকার এক আদিবাসী গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার সকালে শোবার ঘর থেকে ৩৭ বছরের পাকলু হেমব্রম নামে ওই মহিলার নিথর দেহ উদ্ধার করে পুলিশ। মৃতার পরিবার দাবি করেছে, অতিরিক্ত চোলাই মদ্যপানই মৃত্যুর কারণ।

পুলিশ সুত্রে জানা যায়, মৃতা পাকলুর স্বামী চন্দ্রা কিস্কু ঘটনার আগের রাতে বাড়িতে ছিলেন না। তিনি নারায়নপুর খেড়িবাড়ি এলাকায় এক আত্মীয়ের বাড়িতে রাত কাটিয়ে সোমবার সকালে বাড়ি ফিরে স্ত্রীর মৃতদেহ ঘরে পড়ে থাকতে দেখেন। চারপাশে ছড়িয়ে ছিল চোলাই মদের বোতল।

চন্দ্রা কিস্কুর বক্তব্য অনুযায়ী, পাকলু দীর্ঘদিন ধরেই নিয়মিত চোলাই মদ খেতেন, এবং তার ধারণা অতিরিক্ত মদ্যপানেই স্ত্রীর মৃত্যু হয়েছে। ঘটনার পর মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

এই ঘটনার পর গোটা এলাকায় চোলাই মদের বেআইনি ব্যবসা নিয়ে ক্ষোভ ছড়িয়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নজরদারির অভাবে আদিবাসী অধ্যুষিত এলাকায় দিনের পর দিন বেড়েই চলেছে চোলাই এর কারবার। ফলে মৃত্যুর মত ঘটনার পুনরাবৃত্তির আশঙ্কা থেকেই যাচ্ছে।

এই পরিস্থিতিতে এলাকার বাসিন্দারা দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছেন প্রশাসনের কাছে, বিশেষ করে পুলিশ ও আফগারি দপ্তরের সক্রিয় নজরদারির আহবান জানানো হয়েছে।

 

Related Articles