ভারত সফরে মার্কিন ভাইসপ্রেসিডেন্ট, কুর্তা-পাজামায় সাজলেন পুত্ররা, বাহবা দেশবাসীর
US Vice President's sons dressed in kurta-pyjamas on India visit, countrymen applaud

Truth Of Bengal: ভারতের মাটিতে প্রথম পা রেখেই নজর কাড়লেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের পরিবার। সোমবার সকালে দিল্লির পালাম বিমানবন্দরে পৌঁছান তাঁরা। বিমান থেকে নামার পর দেখা গেল, ভ্যান্সের দুই পুত্র বিবেক ও ইওয়ান পরেছেন খাঁটি ভারতীয় কুর্তা-পাজামা। তাঁদের এই পোশাক আর হাসিমাখা মুখ মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে।
#WATCH | Delhi: Vice President of the United States, JD Vance, Second Lady Usha Vance, along with their children, at Palam airport.
Vice President JD Vance is on his first official visit to India and will meet PM Modi later today. pic.twitter.com/LBDQES2mz1
— ANI (@ANI) April 21, 2025
শুধু দুই পুত্রই নয়, ভ্যান্সের কন্যা মিরাবেলের পরনেও ছিল ভারতীয় সাজ। দেখা যাচ্ছে, ভ্যান্স পরিবার ভারতীয় সংস্কৃতিকে সম্মান জানাতে বিশেষ উদ্যোগ নিয়েছে। স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ঐতিহ্যবাহী নৃত্য ও গার্ড অফ অনারের মাধ্যমে ভ্যান্সকে অভ্যর্থনা জানানো হয়।
চারদিনের ভারত সফরে এসেছেন জেডি ভ্যান্স ও তাঁর পরিবার। এই সফর উপলক্ষে দিল্লিতে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সোমবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে বসবেন তিনি। সেখানে উপস্থিত থাকতে পারেন বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ও বিদেশ সচিব বিক্রম মিস্রি।
প্রসঙ্গত, গত ফেব্রুয়ারিতে আমেরিকায় মোদির সফরের সময় ভ্যান্সের সন্তানদের জন্য বিশেষ উপহার পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী। কাঠের তৈরি ট্রেন সেট ও ভারতীয় লোকশিল্পে তৈরি জিগস পাজল পেয়ে খুশি হয়েছিল ছোট বিবেক ও ইওয়ান।
এবার সেই ভালোবাসার জবাব যেন দিল ভ্যান্স পরিবার, ভারতীয় পোশাকে নিজেদের সাজিয়ে। এই আন্তরিকতা ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধা দেশবাসীর মনে এক বিশেষ জায়গা করে নিয়েছে।