আন্তর্জাতিক

৫০ শতাংশ ভারতীয় পড়ুয়ার ভিসা বাতিল করল আমেরিকা

US cancels 50 percent of Indian student visas

Truth Of Bengal: কলেজ বা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্দোলনের জন্য আমেরিকা খারিজ করেছে ৩২৭ জন পড়ুয়ার এফ-১ ভিসা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে পড়ুয়াদের নিশানা করেছে, তঁদের মধ্যে ৫০ শতাংশই রয়েছে ভারতীয়, এমনটাই জানিয়েছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ।

এক্স হ্যান্ডেলে পোস্ট করে জয়রাম রমেশ লিখেছেন, ভিসা বাতিলের কারণগুলি অস্বচ্ছ ও অস্পষ্ট। যার জেরে ভারতীয়দের কাছে এটি যথেষ্টই আশঙ্কা ও উদ্বেগের কারণ। রমেশের প্রশ্ন, এই বিষয় নিয়ে এখনও পর্যন্ত কেন মুখ খোলেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার? এমনকি বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, মার্কিন বিদেশ সচীবের সঙ্গে আলোচনায় লিপ্ত হবেন কিনা, সেই প্রশ্নও তোলা হয়েছে।

প্রসঙ্গত, এই ভিসা বাতিল ছাড়াও ট্রাম্প সরকারের তরফ থেকে ৩২৭ জন পড়ুয়াকে রাষ্ট্রদ্রোহী তকমা দেওয়া হয়েছে। যার কারণে আর আমেরিকায় পা রাখতে পারবেন না তারা। জানা যাচ্ছে যাদের সঙ্গে ভিসা বাতিলের মতো ঘটনা ঘটেছে, তাঁদের মধ্যে অনেককেই শোনা গিয়েছিল প্যালেস্টাইনিদের অধিকারের দাবিতে মুখ খুলতে।

মার্কিন বিদেশসচিবের তরফ থেকে উষ্মা প্রকাশ করে জানানো হয়, বিদেশি পড়ুয়াদের কাজের উপর রাখা হচ্ছে কড়া নজর। তাঁর কথা অনুসারে, প্রত্যেকটি দেশেরই অধিকার রয়েছে ঠিকর করার যে সে দেশে কাদের থাকার অধিকার রয়েছে, আর কাদের নেই। যাদের সেদেশে থাকার অধিকার নেই বলে মনে হবে তাদের ভিসা বাতিল করা হবে। এমনকি মার্কিন বিদেশসচিবও ব্যক্তিগত ভাবেও কিছু ভিসা বাতিল করেছেন বলে তিনি জানিয়েছেন।

Related Articles