দেশরাজ্যের খবর

মার্কিন যুক্তরাষ্ট্রে ফের আক্রান্ত শিক্ষা প্রতিষ্ঠান! গুলিতে নিহত ২ শিক্ষার্থী

Another school shooting in the US! 2 students killed

Truth Of Bengal: মার্কিন যুক্তরাষ্ট্রে ফের আক্রান্ত শিক্ষা প্রতিষ্ঠান। এবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা স্টেট বিশ্ববিদ্যালয় চত্বরে চলল গুলি। আর তাতেই গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন ২জন শিক্ষার্থী। সেইসঙ্গে জখম হয়েছেন ৫ জন। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই চলছে চিকিৎসা। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ফিনিক্স ইকনার নামে এক বন্দুকধারী এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে। তবে এখন তাঁকে গ্রেফতার করা হয়েছে কিনা তা এখন স্পষ্ট নয়।

স্বাভাবিকভাবে বিশ্ববিদ্যালয় চত্বরে গোলাগুলির ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। তাই গোলাগুলি শুরু হতেই লকডাউনের চিত্র নেয় ফ্লোরিডা স্টেট বিশ্ববিদ্যালয়। ছাত্রছাত্রীরা কেউ দৌড়াতে থাকেন আবার কেউ লুকিয়ে পড়ে আশ্রয় নেন। ফ্লোরিডা অঙ্গরাজ্যের রাজধানী তালাহাসি লিওন কাউন্টির শেরিফ ওয়াল্টার ম্যাকনিল বলেন, অভিযুক্ত বন্দুকধারী ২০ বছর বয়সী ফিনিক্স ইকনার । বন্দুকধারী আমাদের বাহিনীর এক কর্মকর্তার ছেলে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে বন্দুক।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে এই হামলার ভিডিও। সেখানে দেখা গিয়েছে, ছাত্র ইউনিয়নের কাছে গোলাগুলির শব্দ শোনা গেলে লোকজন ক্যাম্পাসে দৌড়াদৌড়ি শুরু করে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, যা দেখছিলাম তা বিশ্বাস করতে পারছিলাম না। প্রায় এক মিনিটের মধ্যে আট থেকে ১০টি গুলির শব্দ শোনা গিয়েছে। ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে সরব হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি  এ ঘটনাকে ‘লজ্জাজনক, ভয়ঙ্কর বিষয়’ বলে অভিহিত করেছেন। সেইসঙ্গে আমেরিকানদের বন্দুকের অবাধ প্রবেশাধিকার বজায় রাখার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বলা বাহুল্য, মার্কিন যুক্তরাষ্ট্রের শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে গোলাগুলির ঘটনা প্রথম নয়। এরআগে  ২০২৩ সালেও দুটি বড় কলেজে গোলাগুলির ঘটনা ঘটে। প্রথমটি মিশিগান স্টেট ইউনিভার্সিটিতে চলা গুলিতে ৩ জন ছাত্র নিহত হন। অপরটি ইউনিভার্সিটি অফ নেভাডা এবং  লাস ভেগাসে গোলাগুলির ঘটনায় ৩ জন অধ্যাপক প্রাণ হারান।

Related Articles