ইন্দাসে নাম্বার প্লেট বিহীন ট্রাক্টর সহ গ্রেফতার বালি পাচারকারী
Sand smuggler arrested with tractor without number plate in Indasa

Truth Of Bengal: বাঁকুড়া জেলার ইন্দাস থানার অন্তর্গত এলাকায় অবৈধ বালি পাচার রুখতে বড়সড় সাফল্য পেল পুলিশ। দীর্ঘদিন ধরে দামোদর নদী থেকে অবৈধভাবে বালি তোলার এবং তা পাচারের অভিযোগ উঠছিল একাধিক অসাধু ব্যক্তির বিরুদ্ধে। পরিস্থিতি বিবেচনায় তদন্তে নামে ইন্দাস থানার পুলিশ।
গতকাল, রসুলপুরের দিক থেকে একটি নাম্বার প্লেট বিহীন ট্রাক্টর বালি বোঝাই করে ইন্দাসের দিকে আসছিল। খোশবাগ কলেজ মোড় সংলগ্ন এলাকায় মোবাইল ভ্যানে টহলরত পুলিশ অফিসারের সন্দেহ হয় ট্রাক্টরটি দেখে। পুলিশ চালককে থামিয়ে বালি পরিবহনের বৈধ নথিপত্র চায়, কিন্তু চালক কোনো বৈধ কাগজ দেখাতে পারেননি। এছাড়াও, ট্রাক্টরের নম্বর প্লেট না থাকা নিয়ে জিজ্ঞাসাবাদে সন্তোষজনক উত্তর দিতে ব্যর্থ হন তিনি।
পরিস্থিতির গুরুত্ব বুঝে পুলিশ ট্রাক্টরটিকে সিজ করে এবং কার্তিক বাগদী নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে। ধৃত ব্যক্তির বাড়ি ইন্দাস থানা এলাকাতেই। আজ তাকে বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করা হয়।
ইন্দাস থানার পুলিশ জানিয়েছে, অবৈধভাবে বালি পাচার রোধে এমন অভিযান ভবিষ্যতেও চলবে। এলাকায় বেআইনি বালি কারবারিদের বিরুদ্ধে পুলিশ কড়া পদক্ষেপ নিতে প্রতিজ্ঞাবদ্ধ বলে জানিয়েছেন এক আধিকারিক। এই ঘটনায় স্থানীয় বাসিন্দারা পুলিশের ভূমিকায় সন্তোষ প্রকাশ করেছেন।