দেশ

ছত্তীসগঢ়ের বস্তারে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু দুই মাওবাদীর

Two Maoists killed in gunfight with security forces in Chhattisgarh's Bastar

Truth Of Bengal:  ছত্তিশগড়ে ফের নিকেশ হল দুই মাওবাদী। গেরিলাদের দাপট কমাতে এরমধ্যে মাওবাদী প্রভাবিত এলাকায় তল্লাশি বাড়িয়েছে নিরাপত্তারক্ষীরা। সেই তল্লাশির মাঝে সশস্ত্র গেরিলারা গুলি চালালে নিরাপত্তা রক্ষীদের সঙ্গে তাদের লড়াই বাঁধে। সপ্তাহখানেক আগেই মাওবাদীরা শান্তি আলোচনার প্রস্তাব দিয়েছিল। রাজ্য পুলিশের তথ্য অনুযায়ী, নিহত দুই মাওবাদীর নাম হালদার ও রামে। হালদার ছিলেন পূর্ব বস্তার ডিভিশনের কমান্ডার, আর রামে ছিলেন এলাকা কমিটির সদস্য।

তাঁদের মাথার উপর যথাক্রমে ৮ লক্ষ ও ৫ লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করা ছিল। বস্তার রেঞ্জের ডিআইজি সুন্দররাজ পি জানিয়েছেন, মঙ্গলবার সন্ধ্যায় কিলাম-বারগুম গ্রামে যৌথ বাহিনীর তল্লাশি অভিযানের সময় আচমকা মাওবাদীরা গুলি চালাতে শুরু করে। পাল্টা গুলিতে মৃত্যু হয় দু’জনের। ঘটনাস্থল থেকে একটি একে-৪৭ রাইফেল-সহ বেশ কয়েকটি অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার হয়েছে। এই অভিযানে অংশ নেয় রাজ্য পুলিশ, ডিআরজি ও বস্তার ফাইটার্সের যৌথ বাহিনী। এ বছরেই মাওবাদী দমন অভিযানে প্রাণ হারিয়েছে অন্তত ১৪০ জন মাওবাদী।

২০২৬ সালের মধ্যে দেশ থেকে মাওবাদী মুক্ত করবার লক্ষ্য নিয়েছে কেন্দ্রীয় সরকার। সেই লক্ষ্যে ছত্তিশগঢ়ে জোরদার অভিযান চলছে। ইতিমধ্যে অনেকে আত্মসমর্পণ করেছে। মাওবাদী সমস্যা এখন মূলত ছত্তিশগঢ়েই রয়েছে। আধা সামরিক বাহিনী, স্থানীয় পুলিস যৌথভাবে এই অভিযান চালাচ্ছে। গত ৯ ফেব্রুয়ারি বিজাপুরে ৩১ মাওবাদী ও দুজন নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়। মাওবাদীদের মহিলা নেত্রী সহ একাধিক শীর্ষ নেতা নিকেশ হয়। ছত্তিশগড়ের মাওবাদী দমনে  ডবল ইঞ্জিন কতটা সফল হয় সেটাই দেখায়।

Related Articles