অনন্যার মুকুটে নয়া পালক, শ্যানেল-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর চাঙ্কিকন্যা
A new feather in Ananya's crown, Chankikanya is Chanel's brand ambassador

Truth Of Bengal: অনন্যা পাণ্ডে। বলিউডের নতুন প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে একজন। ইতিমধ্যেই বলিউডের বেশ কয়েকটি ছবিতে কাজ করে ফেলেছেন চাঙ্কিকন্যা। প্রথম প্রথম অনন্যার অভিনয়ের কারণে তাঁকে ট্রোলের শিকার হতে হলেও এখন আগের থেকে অনেক বেশি সাবলীল অনন্যা।
View this post on Instagram
মশালা মুভির বাইরে গিয়ে ছক ভাঙ্গা চরিত্রে তাঁর অভিনয় প্রশংসা কুড়িয়েছে সকলের। তবে অভিনেত্রী অনন্যার থেকেও তাঁর মডেল অনন্যা বরাবরই বেশি পছন্দ নেটিজেনদের। ইতিমধ্যেই মডেল হিসেবে একাধিক ফ্যাশন শো করে ফেলেছেন অনন্যা। যেখানে তাঁর র্যাম্প ওয়াক টক্কর দেয় বাঘা বাঘা মডেলদের। সবমিলিয়ে অভিনয় থেকে মডেলিং সবটাই সমানতালে সামলাচ্ছেন অনন্যা পাণ্ডে। তবে এবার অনন্যার মুকুটে জুড়ল নয়া পালক। জনপ্রিয় আন্তর্জাতিক প্রসাধনী তথা ফ্যাশন সংস্থা শ্যানেল-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন অনন্যা পাণ্ডে।
সম্প্রতি জনপ্রিয় আন্তর্জাতিক প্রসাধনী তথা ফ্যাশন সংস্থা শ্যানেল-এর তরফে এই সুখবর ভাগ করে নেওয়া হয়েছে। সংস্থার তরফে প্রকাশিত বিবৃতিতে জানা হয়েছে, “অনন্যা পাণ্ডে এমন একজন নায়িকা যিনি নিজস্ব কৌতূহলে ভর করে গোটা বিশ্বআঙিনায় নিজের পরিচয় তৈরি করেছেন এবং বর্তমান প্রজন্মের মধ্যে নিজস্ব রুচিবোধের প্রভাব ফেলেছেন। অনন্যার মূল্যবোধের সঙ্গে শ্যানেল-এর সাযুজ্য থাকায় আমাদের ঘরের হয়ে প্রতিনিধিত্ব করতে ওঁকে বেছে নেওয়া হল।”
অনন্যা নিজেও শ্যানেল-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করার সুখবর ভাগ করে নেন। অভিনেত্রী জানান, এটাই হল মুক্তির স্বাদ। প্রথম ভারতীয় হিসেবে শ্যানেল-এর জয়যাত্রার সঙ্গে যুক্ত হতে পেরে আমি কৃতজ্ঞ এবং উচ্ছ্বসিত। আমার স্বপ্ন সত্যি হল।’ যদিও অনন্যাই প্রথম ভারতীয় যিনি শ্যানেল-এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেব ইতিহাস গড়লেন। স্বাভাবিকভাবেই মেয়ের এই সাফল্যে গর্বিত চাঙ্কি পান্ডে। উল্লেখ্য, সামনেই আসছে অনন্যার পরবর্তী ছবি ‘কেশরী চ্যাপ্টার ২’। এই ছবিতে অক্ষয় কুমার ও আর মাধবনের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন অভিনেত্রী। ছবির তাঁর লুক বেশ প্রশংসা কুড়িয়েছে সকলের। আগামী ১৮ মার্চ মুক্তি পাচ্ছে ‘কেশরী চ্যাপ্টার ২’।