বিনোদন

রণবীরের নায়িকা এবার শর্বরী, আসছে ‘ডন থ্রি’

Ranbir's heroine is Sharvari this time, 'Don 3' is coming

Truth Of Bengal: আসছে ‘ডন’ ফ্র্যাঞ্চাইজির আগামী ছবি ‘ডন থ্রি’। ছবিতে নায়কের ভূমিকায় রণবীর সিং। তবে রণবীরের নায়িকা কে হবেন তা নিয়ে জল্পনা চলছিল বহুদিন ধরে। তবে এবার কাটল সেই জল্পনা।

‘ডন থ্রি’তে রণবীরের নায়িকা হচ্ছেন শর্বরী ওয়াঘ। সূত্রের খবর, শর্বরীর কাছে ‘ডন থ্রি’র প্রস্তাব পাঠায় প্রযোজনা সংস্থা এক্সেল এন্টারটেনমেন্ট। ছবির প্রস্তাব গ্রহণ করেছেন অভিনেত্রী। প্রযোজনা সংস্থার তরফে এই খবরে সিলমোহরও দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই ‘ডন থ্রি’তে রণবীর-শর্বরীর জুটিকে দেখতে মুখিয়ে রয়েছেন অনুরাগীরা।

বর্তমানে সময়টা বেশ ভালই যাচ্ছে শর্বরীর। একের পর এক বলিউড ছবিতে তার অভিনয় প্রশংসা কুড়িয়েছে সব মহলে। ‘মহারাজ’ থেকে ‘বেদা’ দুই ছবিতেই এক অন্য শর্বরীকে দেখেছে গোটা বলিউড। পাশাপাশি তাঁর ছবি ‘মুঞ্জিয়া’ দারুণ ব্যবসা করেছে বক্স অফিসে। তবে এই ছবির ‘তরস’ গানে শর্বরীর হট সিজলিং অবতার আরও বেশি করে লাইমলাইটে এনে দিয়েছে তাঁকে।

শর্বরীর জনপ্রিয়তা বেড়েছে রাতারাতি। শর্বরীর হাতে রয়েছে একের পর এক কাজ। চলতি বছরেই মুক্তি পাবে তাঁর আরও একটি নতুন ছবি ‘আলফা’। অ্যাকশন ঘরানার এই ছবিতে তিনি আলিয়া ভাট ও ববি দেওলের মতো তারকাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন। এর মধ্যেই ‘ডন’ ফ্র্যাঞ্চাইজির আগামী ছবি ‘ডন থ্রি’র সঙ্গে নাম জুড়ল শর্বরীর। সব মিলিয়ে ‘ডন থ্রি’তে রণবীর-শর্বরীর জুটিকে দেখতে মুখিয়ে রয়েছেন অনুরাগীরা।

Related Articles