নববর্ষে বিকাশ রায় চৌধুরীর হাত ধরে খেলার নতুন দিগন্ত
New horizons of playing with Bikash Roy Chowdhury in the New Year

Truth Of Bengal: পার্থ দাস,বীরভূম: নববর্ষের প্রথম দিনটিকে স্মরণীয় করে তুলতে সিউড়ির ইনডোর স্টেডিয়ামে সুইমিং পুলের শুভ উদ্বোধন হল। এই সুইমিং পুলের ফিতে কাটলেন সিউড়ি বিধানসভার বিধায়ক ও সিউড়ি পুরসভার ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর শ্রী বিকাশ রায় চৌধুরী এবং কাউন্সিলর বিদ্যাসাগর সাউ।
উপস্থিত ছিলেন সুইমিং প্রশিক্ষক, অভিভাবক, এবং প্রশিক্ষণার্থী পরিবারগুলি। প্রতি বছর দুর্গাপুজার আগে দুই দিন বন্ধ থাকার পর, নববর্ষেই শুরু হয় এই প্রশিক্ষণ কেন্দ্রের কার্যক্রম।
এই বছরও তার ব্যতিক্রম ঘটেনি। শিশুদের জন্য একটি এবং প্রাপ্ত বয়স্কদের জন্য আরেকটি সুইমিং পুলে প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিধায়ক বিকাশ রায় চৌধুরী বলেন, “খেলাধুলা ও প্রশিক্ষণ আজ মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এগিয়ে চলেছে। এই সুইমিং পুল থেকে আমাদের জেলার ছেলে মেয়েরা রাজ্যস্তর, কেন্দ্র স্তরের প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন – এটা গর্বের বিষয়”।
তিনি প্রশিক্ষক এবং আয়োজকদের সাধুবাদ জানিয়ে বলেন, “এই ভাবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তৈরি হবে সুস্থ, সরল ো আত্মবিশ্বাসী এক সমাজের জন্য”।
শুধুমাত্র একটি সুইমিং পুল নয়, এটি সিউড়ি তথা বীরভূম জেলার ক্রীড়া ক্ষেত্রে এক নতুন দিগন্তের সুচনা। এখন দেখার বিষয়, এই উদ্যোগ আগামী দিন গুলিতে কতটা প্রভাব ফেলতে পারে তরুন প্রজন্মের মধ্যে খেলাধুলার আগ্রহ এবং সাফল্যের মাপকাঠিতে।