দেশ

পশ্চিমবঙ্গে ওয়াকফ অশান্তির নেপথ্যে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা: সুত্র

Bangladeshi infiltrators behind Wakf unrest in West Bengal: Source

Truth Of Bengal: পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ওয়াকফ আইনকে ঘিরে সাম্প্রতিক হিংসাত্মক ঘটনার পেছনে বাংলাদেশি দুষ্কৃতকারীদের জড়িত থাকার ইঙ্গিত মিলেছে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে জানানো হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, এই প্রাথমিক তদন্ত রিপোর্টে রাজ্য সরকারের নজরদারির ঘাটতির কথাও উঠে এসেছে।

ওয়াকফ আইন সংশোধনের পর থেকেই রাজ্যে বিক্ষোভ শুরু হয়। আইনটির মাধ্যমে সরকার ওয়াকফ সম্পত্তির ওপর আরও নিয়ন্ত্রণ আনতে চাইছে। তবে মুসলিম সমাজের একাংশ মনে করছে, এই আইন তাদের জমি হরণের চেষ্টা। কেন্দ্র অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে।

এই আইন পাস হওয়ার পর মুর্শিদাবাদ জেলার সুতিপুর ও সামশেরগঞ্জে বিক্ষোভ হিংসাত্মক হয়ে ওঠে। দোকান, গাড়িতে আগুন লাগানো হয় এবং বহু বাড়ি ভাঙচুর করা হয়। তিনজনের মৃত্যু হয় এবং বহু মানুষ আহত হন। এই ঘটনার পর অনেক মানুষ এলাকা ছেড়ে নিরাপদ জায়গায় পালিয়ে যান। মুর্শিদাবাদ জেলা, যেখানে মুসলিম জনসংখ্যা ৬৬ শতাংশ, বাংলাদেশ সীমান্তে অবস্থিত। ফলে এখান থেকে বাংলাদেশি দুষ্কৃতকারীদের প্রবেশের বিষয়টি তদন্তে উঠে আসে।

এরপর দক্ষিণ ২৪ পরগনার ভাঙ্গড় এলাকায় ভারতের সেক্যুলার ফ্রন্ট (ISF)-এর নেতৃত্বে একটি প্রতিবাদ কর্মসূচি হঠাৎ করে হিংসায় পরিণত হয়। পুলিশ বিক্ষোভকারীদের কলকাতায় যেতে বাধা দিলে, তারা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং গাড়িতে আগুন লাগিয়ে দেয়। রাজ্যের পরিস্থিতি দেখে রাজ্যপাল সি ভি আনন্দ বোস তৎক্ষণাৎ রাজ্য সরকারের কাছে রিপোর্ট চেয়ে পাঠান। পাশাপাশি কলকাতা হাই কোর্টও পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেয়।

এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শান্তির বার্তা দিয়ে জানান, এই বিতর্কিত আইন রাজ্যে প্রয়োগ করা হবে না। পুলিশ সূত্রে জানা গেছে, হিংসার ঘটনায় এখনও পর্যন্ত ২১০ জনকে গ্রেফতার করা হয়েছে। মুর্শিদাবাদসহ অন্যান্য অশান্ত এলাকায় পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিকের পথে। তবে প্রশাসন এখনও সতর্ক অবস্থায় রয়েছে।

Related Articles