টয়লেট পেপারে পদত্যাগপত্র! সিঙ্গাপুরের কর্মচারীর কান্ডে হতবাক নেটপাড়া
Employee wrote resignation letter on toilet paper! A Singaporean businesswoman exposes a brutal truth

Truth of Bengal: একজন সিঙ্গাপুর ভিত্তিক ব্যবসায়ী মহিলা সর্বসমক্ষে তুলে ধরলেন যে কীভাবে একজন কর্মচারী তার সৎ কথার মধ্যে দিয়ে পদত্যাগপত্র দিয়েছে। সেই কর্মচারী নিজের সাথে ঘটে যাওয়া এক নির্মম ঘটনা ব্যাক্ত করেছেন এক অভিনব উপায়ে। তিনি নিজের অনুভুতিকে ব্যাক্ত করে পদত্যাগপত্র লিখতে ব্যাবহার করেছেন টয়লেট পেপারকে। আর সেটাকেই সবার সামনে তুলে ধরেছেন অ্যাঞ্জেলা ইওহ, একটি সিঙ্গাপুর ভিত্তিক ফার্মের পরিচালক।
সেই টয়লেট পেপারের নোটে বলা হয়েছে যে, “টয়লেট পেপারের মতো অনুভব করেছিল” প্রয়োজনের সময় ব্যবহার করা হয়েছিল এবং দ্বিতীয় চিন্তা ছাড়াই ফেলে দেওয়া হয়েছিল। তিনি নোটে তিনি আরও লিখেছেন, “আমি আমার পদত্যাগের জন্য এই ধরনের কাগজ বেছে নিয়েছি কারণ এই কোম্পানিটি আমার সাথে কেমন আচরণ করেছে তার প্রতীক। আমি পদত্যাগ করেছি।”
অ্যাঞ্জেলা ইওহর এই পোস্ট চারিদিকে দ্রুত ছড়িয়ে পড়েছে। আই হৃদয় বিদারক ঘটনাটি সকলকে নাড়া দিয়েছে। আকজন মানুষকে তার কর্মক্ষেত্রে কতটা ছোট করা হোলে সে নিজেকে টয়লেট পেপারের সাথে তুলনা করে টা ভাবে ব্যাথিত হয়ছে নেটিজেনরা।