রাজ্যের খবর

রবীন্দ্র ঐতিহ্যে নববর্ষের সকাল স্মরণীয় হয়ে উঠল শান্তিনিকেতনে

New Year's morning becomes memorable in Santiniketan with Rabindra tradition

Truth Of Bengal: বাংলা নববর্ষ ১৪৩২ কে স্বাগত জানাতে রবীন্দ্র ঐতিহ্য ও আচার-অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটিকে স্মরণীয় করে তুলল শান্তিনিকেতন। ভোরবেলায় বৈতালিকের মাধ্যমে শুরু হয় বর্ষবরণের আনুষ্ঠানিকতা। বিশ্বভারতীর ছাত্র-ছাত্রী, অধ্যাপক, কর্মী, আশ্রমিক এবং প্রাক্তনীরা একত্রিত হয়ে রবীন্দ্র সংগীত গাইতে গাইতে আশ্রম পরিক্রমা করেন।

এই পরিক্রমার মধ্য দিয়ে শান্তিনিকেতন জুড়ে ছড়িয়ে পড়ে নববর্ষের আনন্দঘন পরিবেশ। সকাল সাতটায় মন্দিরে শুরু হয় বিশেষ উপাসনা। বৈদিক মন্ত্রপাঠ ও রবীন্দ্র সংগীতের মধ্য দিয়ে শান্ত ও ধ্যানমগ্ন পরিবেশে নববর্ষের আগমনকে স্বাগত জানানো হয়। এই বিশেষ উপাসনায় উপস্থিত ছিলেন, বিশ্বভারতীর উপাচার্য অধ্যাপক প্রবীর কুমার ঘোষ, যিনি অন্যান্য আশ্রমিকদের সঙ্গে বসে অংশগ্রহণ করেন এই আচার-অনুষ্ঠানে।

নববর্ষ উপলক্ষে সকাল ৯ টায় শান্তিনিকেতনের মাধবীবিতানে অনুষ্ঠিত হবে মূল বর্ষবরণ অনুষ্ঠান। পাঠভবন ও শিক্ষাসত্র সহ বিভিন্ন ভবনের ছাত্র-ছাত্রীরা এই অনুষ্ঠানে অংশ নেবেন। বিশ্বভারতীর ঐতিহ্য মেনে এবারও বিতরণ করা হবে নববর্ষের কার্ড ও লাড্ডু — যা এই প্রতিষ্ঠানের সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ।

দিনের সমাপ্তি ঘটবে সন্ধ্যায় গৌড়প্রাঙ্গণের মূল মঞ্চে আয়োজিত রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী নৃত্যনাট্য ‘শ্যামা’ পরিবেশনার মাধ্যমে। এই পরিবেশনায় অংশ নেবে পাঠভবনের ছোট ছোট ছাত্র-ছাত্রীরা, যারা তাদের আবেগ ও প্রতিভার মাধ্যমে জীবন্ত করে তুলবে কবিগুরুর সৃষ্টিকে। এইভাবে শান্তিনিকেতন নববর্ষকে ঘিরে ফিরে পেয়েছে তার চিরন্তন ঐতিহ্য, সৃজনশীলতা ও আধ্যাত্মিকতার এক অপূর্ব মেলবন্ধন।

Related Articles