রাজ্যের খবর

ওয়াকফ প্রতিবাদে ভাঙড়ে গণ্ডগোল, সারারাত তল্লাশি চালিয়ে গ্রেফতার ৯

Riots break out during Waqf protest, 9 arrested in overnight search

Truth Of Bengal: সোমবার ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে রণক্ষেত্রের চেহারা নেয় ভাঙড়। আইএসএফের কর্মসূচিকে কেন্দ্র করে ঘটে ব্যাপক অশান্তি। সেই ঘটনার পর, সারারাত অভিযান চালিয়ে প্রথমে ৩ ও পরে আরও ৬ জনকে গ্রেফতার করে পুলিশ। তাঁদের বিরুদ্ধে সরকারি সম্পত্তি ভাঙচুর, হিংসা ছড়ানো এবং পুলিশের কাজে বাধা দেওয়া সংক্রান্ত একাধিক অভিযোগে উঠেছে।

এই ঘটনার জেরে মঙ্গলবারও ভাঙড়ের পরিবেশ থমথমে। রাস্তার পাশে পড়ে রয়েছে পুড়ে যাওয়া পুলিশ ভ্যান ও বাইকের ধ্বংসাবশেষ। সেসব সরাতে শুরু হয়েছে তৎপরতা। পুলিশের তরফে জানানো হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে নজরদারি চালানো হচ্ছে।

রাজ্যের উতপ্ত পরিস্থিতিতে উদ্বিগ্ন নেতা-মন্ত্রীরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অন্যান্য শীর্ষ নেতা বারবার শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন। সেইসঙ্গে হুঁশিয়ারি দিয়েছেন— আইন হাতে তুলে নিলে কাউকেই রেয়াত করা হবে না।

Related Articles