রাজ্যের খবর

বসিরহাটে আম্বেদকর জন্ম-জয়ন্তীতে সব ধর্মের মানুষের পদযাত্রা, বার্তা সংবিধান রক্ষার

People of all religions march on Ambedkar's birth anniversary in Basirhat, message is to protect the Constitution

Truth Of Bengal: ভারতীয় সংবিধানের রচয়িতা, মানবাধিকার আন্দোলনের পথ প্রদর্শক বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের ১৩৫ তম জন্ম জয়ন্তী উপলক্ষে বসিরহাট শহরে অনুষ্ঠিত হল বর্ণাঢ্য পদযাত্রা ও শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান। বসিরহাট নিত্যানন্দ সেনগুপ্ত ছাত্রাবাস পরিচালন কমিটি এবং আদর্শ কোচিং সেন্টারের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচীতে অংশ নেন শহরের বিভিন্ন প্রান্তের ছাত্র-ছাত্রী, শিক্ষক, সমাজকর্মী, জন প্রতিনিধি এবং সমস্ত ধর্মাবলম্বীরা।

কাছারিপাড়া থাকে বিবেকানন্দ মোড় পর্যন্ত শহরের প্রাণকেন্দ্রে মিছিল করে পা মেলান সকলে। পদযাত্রায় ছিলেন বিশিষ্ট শিক্ষক দেবদাস সরকার, সমাজসেবী সুরেশ মণ্ডল, অসিত মজুমদার, কৌশিক দত্ত, আনসার গাজী সহ আরও অনেক বিশিষ্ট জনেরা। ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে বিশেষভাবে নজর কেড়ে নিয়েছে। সকলে এক সুরে দেশের সংবিধানের ধর্মনিরপেক্ষতা ও সামাজিক ন্যায় বিচারের বার্তা তুলে ধরেন।

পদযাত্রা শেষে বাবা সাহেব আম্বেদকরের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান উপস্থিত সকলে। বক্তারা সংবিধানের মূল ভাবনার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, স্বাধীনতার ৭৫ বছর পরেও ভারতীয় সংবিধান দেশের মানুষের অধিকার ও সমতার প্রতীক হয়ে রয়ে গিয়েছে। সংবিধান রক্ষার শপথ নেন অংশগ্রহণকারীরা। সারা শহরজুড়ে এই কর্মসূচিকে ঘিরে ছিল উৎসব মুখর পরিবেশ। সর্ব ধর্মের মানুষের অংশগ্রহণে আরও একবার প্রমাণ হল, ভারতীয় সংবিধানের মর্মবাণী প্রতিটি ভারতবাসীর হৃদয়ে আজও জীবন্ত।

Related Articles