রাজ্যের খবর

পথে দুর্ঘটনায় মৃত্যু সিভিক ভলান্টিয়ারের, পরিবারে নেমেছে শোকের ছায়া

Civic volunteer dies in road accident, family mourns

Truth Of Bengal: শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর: আর পাঁচটা দিনের মতোই এদিনও তিনি ডিউটি করে ফিরছিলেন বাড়িতে। তবে রাস্তায় পথ দুর্ঘটনায় মৃত্যু হওয়ায় আর বাড়ি ফিরল না পশ্চিম মেদিনীপুর জেলার গরবেতার সিভিক ভলান্টিয়ার খোকন আহিরের  (২৯)। স্বাভাবিকভাবেই তাঁর মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

ডিউটি শেষ করে চন্দ্রকোনা রোড এলাকায় গাজন দেখতে গিয়েছিলেন খোকন। ফেরার পথে দক্ষিণশোল এলাকার রাজ্য সড়কে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয় তাঁকে। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত চন্দ্রকোনা রোড ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। দ্বারিগেড়িয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কিছুক্ষণের মধ্যেই তাঁর মৃত্যু হয়। নিহত সিভিক ভলান্টিয়ার খোকনের পরিবারে রয়েছেন বাবা, মা, স্ত্রী ও শিশুকন্যা। মেদিনীপুর মেডিক্যাল কলেজের মর্গে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

তবে কী ভাবে এই দুর্ঘটনাটি ঘটল তা এখনও স্পষ্ট করে জানায়নি পুলিশ। চন্দ্রকোনা রোড ফাঁড়ি থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। গাড়ির ধাক্কায় দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিক অনুমান পুলিশের। জেলা পুলিশের এক আধিকারিক বলেন, ‘ঠিক কী ভাবে এই দুর্ঘটনা ঘটল তা আমরা খতিয়ে দেখছি। তদন্ত শুরু করা হয়েছে। সেই সঙ্গে আমরা ওঁনার পরিবারের পাশে থাকার আশ্বাসও দিয়েছি।’

Related Articles