বড় ধাক্কা বিজেপির, সমবায় সমিতির প্রতিনিধি নির্বাচনে জয়ী তৃণমূল
Big blow to BJP, Trinamool wins co-operative society representative election

Truth Of Bengal: বছর ঘুরলেই রাজ্যের বিধানসভা নির্বাচন। তারআগেই তৃণমূলের বড় জয়। রবিবার জলপাইগুড়ির ক্রান্তি ব্লকের ঝাড় মাঝগ্ৰাম সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে জয় লাভ করলো তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা। জানা গেছে, সমবায় সমিতির প্রতিনিধি নির্বাচনে মোট ৫৯ জন প্রতিনিধির জন্য এদিন নির্বাচন হয়। আর ফল বেরোনোর পর দেখা যায় ৫৯ জন প্রতিনিধি নির্বাচনের জন্য তৃণমূল কংগ্রেস সমর্থিত ৫৬ জন মনোনীত হয়েছেন। সিপিএম -কংগ্ৰেস সমর্থিত ৩ জন মনোনীত হয়েছেন।
তবে খাতা খুলতেই পারেনি বিজেপি। এদিন সমবায় সমিতির প্রতিনিধি নির্বাচনে জয় পেতেই জয়ী প্রতিনিধিদের নিয়ে মিছিল বের করা হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। ক্রান্তি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মহাদেব রায়, ক্রান্তি পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন রায় সহ অনেকে মিছিলে পা মেলান।
এবিষয়ে ক্রান্তি ব্লক সভাপতি মহাদেব রায় বলেন,”মা মাটি মানুষে উন্নয়নে সামিল হতে মানুষ তৃণমূল সমর্থিতদের জয়ী করেছে। আজকে আবার প্রমাণিত হলো ক্রান্তি ব্লকে বিরোধী বলে কিছু নেই। কারণ মানুষ উন্নয়ন চাই আর উন্নয়ন একমাত্র তৃণমূল করতে পারে।”