ওয়াকফ বিলের বিরোধিতায় প্রতিবাদ মিছিল জয়গাঁয়
Protest march in Jaigaon against Waqf Bill

Truth Of Bengal: অমল মুন্ডা,আলিপুরদুয়ার : আলিপুরদুয়ার জেলার ভারত-ভুটান সীমান্তবর্তী শহর জয়গাঁয় কেন্দ্র সরকারের ওয়াকফ বিলের বিরুদ্ধে উত্তাল প্রতিবাদ মিছিল আয়োজন করল জয়গাঁ মুসলিম ওয়েলফেয়ার সোসাইটি। শনিবারের এই মিছিলে অংশগ্রহণকারীরা সরকারের নয়া ওয়াকফ বিল প্রত্যাহারের দাবি জানান। প্রশাসনের তরফ থেকে মিছিল নিয়ন্ত্রণে মোতায়েন ছিল বিশাল পুলিশবাহিনী। জয়গাঁ শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে এই প্রতিবাদ মিছিল চলে।
মিছিল শেষে জয়গাঁ মুসলিম ওয়েলফেয়ার সোসাইটির নেতৃত্ব আব্দুল মানিক স্পষ্ট ভাষায় জানান, “আমরা এই ওয়াকফ বিল কোনওভাবেই মেনে নেব না। কেন্দ্র সরকার যদি আমাদের দাবি না মানে, তাহলে আগামী দিনে আমরা আরও বৃহত্তর আন্দোলনে নামব।” তিনি আরও বলেন, “কেন্দ্রীয় সরকার যখন থেকেই ক্ষমতায় এসেছে, তখন থেকেই আমাদের উপরে একের পর এক অত্যাচার চলছে। কখনও বোরখা, কখনও তিন তালাক, কখনও গো হত্যা, কখনও মাদ্রাসা, আবার কখনও বুলডোজার নিয়ে আমাদের হেনস্থা করা হচ্ছে। কিন্তু এবার সমস্ত ভারতবর্ষের মুসলিম সমাজ এক হয়েছে।”
আব্দুল মানিকের হুঁশিয়ারি, “এবার কেন্দ্রীয় সরকারকে আমাদের দাবি মেনে নিতেই হবে, নাহলে আমরা সারা দেশের মুসলিম সমাজকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলনে সামিল হব।”
এই প্রতিবাদ মিছিল ও বক্তব্য ঘিরে জয়গাঁয় উত্তেজনা ছড়ায়। প্রশাসনও ছিল সতর্ক, যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়। তবে শান্তিপূর্ণভাবেই শেষ হয় মিছিল। আন্দোলনকারীরা স্পষ্ট বার্তা দিয়ে গেলেন, ওয়াকফ বিল বাতিল না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে।