দেশ

যোগী রাজ্যে নৃশংস ঘটনা, সম্পত্তি নিয়ে বিবাদের জেরে মহিলাকে শ্বাসরোধ করে খুন

UP Woman Forced To Drink Alcohol, Strangled, Then Burnt Over Property Row

Truth Of Bengal:  যোগী রাজ্যে ঘটল নৃশংস ঘটনা। সম্পত্তি নিয়ে বিবাদের জেরে এক মহিলাকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠেছে। আর এই ঘটনায় নাম জড়িয়েছে দুই  ব্যবসায়ীর। ইতিমধ্যেই এক সম্পত্তি ব্যবসায়ী ও তাঁর ব্যবসায়িক অংশীদারকে গ্রেফতার করেছে পুলিশ। এই দুজনকেই দফায় দফায় চলছে জিজ্ঞাসাবাদ।

অভিযুক্তরা হলেন  শিবেন্দ্র যাদব (২৬) ও তার সহযোগী গৌরব (১৯)। জানা গিয়েছে,  প্রথমে অঞ্জলিকে ফোন করে সম্পত্তির কাগজপত্র হস্তান্তর করতে বাধ্য করানো করা হয়। এরপর তারা তাকে মদ্যপান করিয়ে শ্বাসরোধ করে হত্যা করে নদীতে ভাসিয়ে দেয়। পাঁচ দিন ধরে নিখোঁজ থাকা অঞ্জলির দেহ শনিবার নদীর ধার থেকে উদ্ধার হয়েছে। আর তাতেই উঠে আসে পুরো ঘটনার কথা।

পুলিশের তরফে জানান হয়েছে,  অঞ্জলির পরিবারের সদস্যরা একটি নর্দমার কাছে তার পোড়া স্কুটারটি খুঁজে পাওয়ার পরে পুলিশকে খবর দেয়। এরপরেই তদন্তে নামে পুলিশ। মৃতার বোন কিরণ জানিয়েছেন, অঞ্জলির কাছ থেকে জমির জন্য ৬ লক্ষ টাকা নিয়েছিল অভিযুক্ত। এরপরেই কাগজপত্র দেওয়ার নাম করে ডেকে নিয়ে তাঁকে খুন করা হয়। আর সেই অভিযোগের ভিত্তিতে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। ইতিমধ্যেই এই পুরো ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত।

Related Articles