বিনোদন

বক্স অফিসে ভরাডুবি ‘সিকন্দর’-এর, এখনো পর্যন্ত কত কোটি আয় করল সলমনের ছবি?

'Sikandar' flopped at the box office, how many crores has Salman's film earned so far?

Truth Of Bengal: চলতি বছর ইদ উপলক্ষে বড় পর্দায় পেয়েছে সলমন খানের ছবি ‘সিকন্দর’। প্রথম থেকেই ছবি নিয়ে প্রত্যাশা ছিল সকলের। কিন্তু ছবি মুক্তির পর থেকেই সেই প্রত্যাশা ভঙ্গ হ্য়েছে। বক্স অফিসে জমিয়ে ব্যবসা তো দূর মুক্তির ১৩ তম দিন  3 লক্ষ টাকায় নেমে এসেছে ছবির আয়।

জানা গিয়েছে, মুক্তির পর প্রথম সপ্তাহে অর্থাৎ প্রথম পাঁচ দিনে বক্স অফিসে এই ছবিটি ৯০ কোটি ২৫ লাখ টাকার ব্যবসা করেছে। প্রথম শুক্রবার বক্স অফিসে এটি ৩ কোটি ৫০ লাখ টাকা আয় করে। শনি এবং রবিবার সেই আয়ের পরিমাণ বেশ কিছুটা হলেও বেড়ে যথাক্রমে হয় ৪ কোটি এবং ৪ কোটি ৭৫ লাখ টাকা। দ্বিতীয় সোমবার আসতেই হুড়মুড়িয়ে কমে আয়। এদিন বক্স অফিসে সিকান্দর মাত্র ১ কোটি ৭৫ লাখ টাকা আয় করেছে। দ্বিতীয় মঙ্গলবার ছবিটি ১.৫ কোটি টাকার ব্যবসা করেছে। বুধবার সেটা কমে হয় ১.৩৫ কোটি।

বৃহস্পতিবার আরও কমে ১ লাখও ছাড়াল না সেই আয়ের পরিমাণ। আর শুক্রবার ১৩তম দিনে ‘সিকন্দর’-এর আয় আরও কমে মাত্র ৩ লক্ষ টাকায় নেমে এসেছে। এর ফলে ছবিটির ঘরোয়া বক্স অফিস আয় দাঁড়িয়েছে ১০৮ কোটি টাকা। বিশ্বব্যাপী এটা ২৫০ কোটি টাকা আয় করে ফেলেছে। সবমিলিয়ে প্রত্যাশা ভঙ্গ করে কার্যত বক্স অফিসে ভরাডুবি অব্যাহত  ‘সিকন্দর’রের।

উল্লেখ্য, ৩০ মার্চ ইদ উপলক্ষে বিশ্বব্যাপি মুক্তি পেয়েছে সলমনের ‘সিকন্দর’। বিগ বাজেট এই ছবি ছবির পরিচালনায় এ আর মুরুগাদোস। প্রযোজনা করেছেন সাজিদ নাদিয়াদওয়ালা। ছবিতে মুখ্য  ভুমিকায় সলমন খান। এই ছবি দিয়েই প্রথমবার একসঙ্গে জুটি বেঁধেছেন সলমন খান ও রশ্মিকা মন্দানা। ছবিতে সলমন, রশ্মিকা ছাড়াও সুনীল শেট্টি, সত্যরাজ, কাজল আগরওয়াল, শরমন এবং প্রতীক বব্বর সহ একঝাঁক তারকাকে দেখা গিয়েছে। তবে বক্স অফিসে নিজের জায়গা ধরে রাখতে পারল না ‘সিকন্দর’।

প্রসঙ্গত, এর আগে সলমনের বেশ কয়েকটি ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল, তবে ২০২৩ সালের ইদে মুক্তি পায় সলমন খান অভিনীত ‘টাইগার থ্রি’, যার প্রথম দিনের কালেকশন ছিল ৫৩.৩ কোটি। যদিও ‘সিকন্দর’-এর প্রথম দিনের বক্স অফিস কালেকশন বেশ কিছুটা কম ছিল। এখন দেখার শেষ পর্যন্ত কত কোটির ব্যবসা করলে সলমনের বিগ বাজেট ছবি ‘সিকন্দর’।

Related Articles