রাজ্যের খবর

গাছ কাটার টাকা নিয়ে বিবাদ,দাদার হাতে খুন ভাই!  

Brother killed by brother over money to cut trees!

Truth of Bengal: মালদা: সামান্য গাছ কাটার টাকা ভাগাভাগি নিয়ে গন্ডগোল। পরিণতি মৃত্যু। নৃশংসভাবে একাধিক বার হাসুয়ার কোপ মেরে ভাইকে খুন করার অভিযোগ উঠল দাদার বিরুদ্ধে। মালদার ইংলিশ বাজার থানার দক্ষিণ ভবানীপুর এলাকার ঘটনা।

জানা গেছে মৃত ভাইয়ের নাম মির্জা আজাদ। অভিযুক্ত দাদা বাবলু মির্জা ঘটনার পর থেকে পলাতক। তার ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।  মৃত মির্জা আজাদরা তিন ভাই। সব থেকে ছোট ছিল সে। দুই বিঘা জমিতে থাকা আম গাছ কেটে বিক্রি করছিল বাবলু মির্জা। আরো দুই ভাই রয়েছে । তাই সে একা কেন আম গাছ বিক্রি করবে এই কথা বলাতে ছোট ভাই এবং বড় দাদার মধ্যে শুরু হয় বচসা।

অভিযোগ এরপরই বাবলু মির্জা তার ছোট ভাই মির্জা আজাদকে ধারালো হাসুয়া দিয়ে একাধিকবার নৃশংস ভাবে কোপ মারে। গভীর রাত্রেই মির্জা আজাদকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। শনিবার মির্জার  দেহ ময়নাতদন্ত করার পর পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হয়। মৃতের স্ত্রী অভিযুক্তের ফাঁসির দাবি তুলে সোচ্চার হয়েছে। যদিও গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মালদার ইংরেজবাজার থানার পুলিশ।

Related Articles