বলিউডে কবে ডেবিউ নাইসার? জানিয়ে দিলেন মা কাজল
When will Naysar debut in Bollywood? Revealed by mother Kajol

Truth Of Bengal: বলিউডে বরাবরই স্টারকিডদের রমরমা। স্টারকিডদের নিয়ে মাতামাতিরও শেষ নেই। বিগত কয়েক বছরে বহু স্টারকিড ডেবিউ করেছেন বলিউডে। তাঁদের মধ্যে এখন সফল বহুজনেই। গত বছরে মুক্তি পেয়েছিল শাহরুখ কণ্যার সুহানার ছবি।
কিছুদিন মুক্তি পেয়েছে সইফ আলি খান পুত্র ইব্রাহিম আলি খান ও বনি কাপুর এবং শ্রীদেবীর ছোট কন্যা খুশি কাপুরের নতুন ছবি। এখানেই শেষ নয় সম্প্রতি রবিনা ট্যান্ডনের মেয়ে রাশা ও বলিউডে ডেবিউ করে ফেলেছেন। কিন্তু অজয় দেবগন ও কাজলের মেয়ে নাইসা দেবগন এখনো ডেবিউ করেননি বলিউডে। কবে বলিউডে পা রাখতে চলেছেন অজয়-কাজল কন্যা। জানিয়ে দিলেন মা কাজল।
সম্প্রতি এক সাক্ষাৎকারে কাজল মেয়ে নাইসার বলিউড ডেবিউ প্রসঙ্গে বলেন, ‘একেবারেই না। আমার মনে হয়, নাইসা এটা স্থির করে ফেলেছে যে ও এখনই বলিউডে পা রাখছে না।‘ এখানেই শেষ নয়, কাজল বলেছেন, তিনি নাইসাকে একটাই পরামর্শ দেবেন যে, এই বিষয়ে নাইসা যেন কারোর থেকে পরামর্শ না নেই। অনেকেই অনেক কথা বলবে। কেউ বলবে চুলের রঙ বদলে ফেলতে, কেউ বলবে নাক বদলে ফেলতে, কেউ বলবে হাত বদলে ফেলতে। তবে নাইসা যেন সেই সমস্ত কিছু না শোনেন। তিনি যেন যেটা মন চায় সেটাই করেন। অর্থাৎ কাজলের কথায় স্পষ্ট নাইসা এখনই বলিউড ডেবিউ করছেন না। এখন দেখার অন্যান্য স্টারকিডদের মতো নাইসা একই পথে হাঁটেন কিনা।