দুর্যোগের ঘনঘটা, বিহারে বাজ পড়ে মৃত্যু ৮০ জনের
Lightning strikes kill 80 in Bihar, disaster looms

Truth Of Bengal: বজ্রপাত ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত বিহার। একনাগাড়ে শিলাবৃষ্টি ও বজ্রপাতের জেরে মৃত্যু মিছিল রাজ্য জুড়ে। সেই সঙ্গে ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছে। বৃষ্টির হাত ধরে তাপপ্রবাহ থেকে রেহাই মিললেও আবহাওয়ার এমন বদল দুঃখে পরিণত হয়। সবে গরম। বর্ষার মরসুম আসতে এখনও অনেক দেরি।
তার আগেই ঝড় বৃষ্টির তাণ্ডব। ঘন ঘন বজ্রপাতে গত ৪৮ ঘণ্টায় একাধিক জেলায় মৃত্যু হয়েছে ১৯ জনের। বেগুসরাই ও দ্বারভাঙ্গা জেলায় ৫ জন করে মোট ১০ জনের মৃত্যু হয়েছে বজ্রপাতে। মধুবনীতে ৩ জনের মৃত্যু হয়েছে। সাহারসায় ২ জন এবং সমস্তিপুরে ২ জনের প্রাণ গিয়েছে। একজন করে মারা গিয়েছেন লাখিসরাই ও গয়াতে।
মুখ্যমন্ত্রী নীতীশ কুমার মৃতদের পরিবারপিছু ৪ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন। জেলা প্রশাসন ফসলের ক্ষতির হিসাব শুরু করছে। শিলাবৃষ্টি ও ঝোড়ো বাতাসের কারণে একাধিক জেলায় রবি ফসলের ক্ষতি হয়েছে। খবর আসছে দ্বারভাঙা, সমস্তিপুর, মধুবনী, মুজাফফরপুর, সীতামারি, শিবহর এবং পূর্ব চম্পারনে গম, আম ও লিচুর বিরাট ক্ষতি হয়ে গিয়েছে। মাথায় হাত স্থানীয় চাষিদের। প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত চাষিদের সাহায্য করবে সরকার।
মৌসম ভবন জানিয়েছে, ১২ এপ্রিল পর্যন্ত বিহারে দুর্যোগপূর্ণ আবহাওয়া জারি থাকবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি শিলাবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার দাপটে সতর্কতা জারি রয়েছে একাধিক জেলায়। পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরেই বিহারে এমন দুর্যোগ। আগামী পাঁচদিনের জন্য সতর্কতা জারি করা হয়েছে। গোপালগঞ্জ, সিয়ান, সরন, মুজাফফরনগর, বৈশালী, মাধেপুরা, ভাগলপুর, শেখপুরা, পাটনা, নালন্দা, গয়ায় আরও বিপর্যয়ের আশঙ্কা রয়েছে। তাই সতর্ক আছে প্রশাসন।
গত দু’দিন ধরে বিহারের বিভিন্ন প্রান্তে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলছে। দ্বারভাঙা, মধুবনী, সমস্তিপুর, মুজফফরপুর, সীতামারি, শিওহর, পূর্ব চম্পারণ, সহর্ষ, বেগুসরাইয়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়। কোথাও কোথাও আবার শিলাবৃষ্টিও হয়েছে। মঙ্গলবার থেকেই রাজ্যের বেশ কয়েকটি জেলায় আবহাওয়া বদলাতে থাকে। মঙ্গল এবং বুধবার মিলিয়ে সাত জেলায় মোট ৮০ জনের মৃত্যু হয়। প্রশাসন সূত্রে খবর, বাজ পড়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে বেগুসরাই এবং দ্বার ভাঙায়। এছাড়াও, গত ২৪ ঘণ্টায় বিহারে মৃত্যু হয়েছে ৫৮ জনের। এর মধ্যে নালন্দাতেই মৃত ২২।