চোর সন্দেহে যুবককে খুনের অভিযোগ, চাঞ্চল্য এলাকাজুড়ে
Youth accused of murder on suspicion of being a thief, stirs up panic in the area

Truth Of Bengal: গৃহস্থ বাড়িতে চুরি করা সন্দেহে এক যুবককে খুন করার অভিযোগ। গলায় দড়ি পেঁচিয়ে মোটর বাইকে বেঁধে টেনে হিজরে নিয়ে যাওয়ার অভিযোগ। সেই ঘটনাতেই শ্বাসরোধ হয়ে মৃত্যু হল যুবকের বলে এমনটাই অভিযোগ পরিবারের। মালদার ইংলিশ বাজার থানার নিত্যানন্দপুর এলাকার ঘটনা।
জানা গিয়েছে, মৃত যুবকের নাম মিঠু ঘোষ। তিনি পেশায় শ্রমিক। বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে ৫০০ মিটার দূরে একটি ফাঁকা মাঠ থেকে তার দেহ উদ্ধার হয়। ওই ব্যক্তির দেহ উদ্ধার হওয়ার পর তার পরিবারের লোক বিক্ষোভ দেখাতে শুরু করে। ওই যুবকের পরিবারের অভিযোগ, গত পয়লা এপ্রিল সংশ্লিষ্ট এলাকায় এক গৃহস্থ বাড়িতে চুরির ঘটনা ঘটে। ঘটনার বেশ কয়েকদিন পর গৃহস্থ বাড়ির সদস্যরা মিঠু ঘোষ এবং তার ছেলের নামে ইংলিশ বাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।
অভিযোগ পেয়ে গত ৭ তারিখ মিঠু ঘোষকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। কিন্তু পরের দিনই মিঠু ঘোষকে ছেড়ে দেয় পুলিশ। পরিবারের অভিযোগ বাড়িতে এসেই বুধবার রাত থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান মিঠু। এরপর বৃহস্পতিবার বাড়ি থেকে ৫০০ মিটার দূরে তার দেহ উদ্ধার হয়।
তার দেহ উদ্ধার হওয়ার পর ব্যক্তিটির শরীরের একাধিক জায়গায় ছ্যাকা এবং আঘাতের চিহ্ন মিলেছে বলে এমনটাই জানায় পুলিশ। এই ঘটনায় পরিবারের অভিযোগ, ওই গৃহস্থ বাড়িতে মিঠু ঘোষ চুরি করেছে এই সন্দেহেই তাকে মেরে ফেলা হয়েছে। আমরা এর বিচার চাই। যদিও এখনও পর্যন্ত এই ঘটনায় কোন খুনের অভিযোগ দায়ের করা হয়নি পরিবারের পক্ষ থেকে।