কলকাতা
আমরা চাইনা এমন কোন ঘটনা ঘটুক, কসবার ঘটনা নিয়ে মুখ্য সচিব
We don't want such an incident to happen: Chief Secretary

Truth Of Bengal: জয় চক্রবর্তী: কসবায় যে ঘটনা ঘটেছে তা অনভিপ্রেত। কসবার ঘটনা নিয়ে নবান্ন থেকে সাংবাদিক সম্মেলনে জানালেন মুখ্য সচিব মনোজ পন্থ। কসবার ডি আই অফিসে চাকরিহারা শিক্ষকদের আন্দোলনরত হতে দেখা যায়। বচসা এবং লাঠিচার্জের ঘটনা ঘটে বলে অভিযোগ। সেই ভিত্তিতেই মুখ্য সচিবের বক্তব্য।
কলকাতা পুলিশের নগরপাল মনোজ ভার্মা জানিয়েছেন, পুরো ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। লাথি মারা যে অভিযোগ উঠেছে তা আমরা বিশেষভাবে খতিয়ে দেখছি। মুখ্য সচিব জানিয়েছেন, সরকারি সম্পত্তি নষ্ট করতে এরে সেটা তো ঠিক নয়। আইনশৃঙ্খলা নজর রাখাটা জরুরি।
মুখ্য সচিব আরো জানিয়েছেন, ইতিমধ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী যখন বলেছেন, তখন ভরসা রাখা প্রয়োজন।