চাকরিহারাদের ঘেরাও কর্মসূচীতে উত্তাল কসবার DI অফিস
Kasba DI office in turmoil over jobless protest

Truth Of Bengal: সুপ্রিম কোর্টের নির্দেশে ২৬ হাজার শিক্ষক- অশিক্ষকের চাকরি বাতিল নিয়ে উত্তাল গোটা রাজ্য। জেলায় জেলায় প্রতিবাদ কর্মসূচীতে নেমেছেন চাকরিহারা। কলকাতার রাস্তায় মিছিল করছেন চাকরিহারাদের একাংশ। এই আবহে কসবায় ডিআই অফিসে ধুন্ধুমার পরিস্থিতি। গেট টপকে ভেতরে প্রবেশ করে তালা ভাঙার চেষ্টা চাকরিহারাদের। তালা ভেঙেই ডিআই অফিসে ঢুকলেন আন্দোলনকারীরা।
চাকরিহারাদের ঘেরাও কর্মসূচীতে উত্তাল কসবার DI অফিস pic.twitter.com/MQfUXWsBiE
— TOB DIGITAL (@DigitalTob) April 9, 2025
তাই পরিস্থিতি সামাল দিতে পালটা লাঠিচার্জ পুলিশের। সেইসঙ্গে আন্দোলনকারীদের সঙ্গে হয় তুমুল হাতাহাতি। ইতিমধ্যেই পুলিশে ছয়লাপ কসবা ডিআই অফিস চত্বরে। শুধু কলকাতাতেই নয় জেলায় জেলায় দেখা গিয়েছে একই চিত্র। বর্ধমানে বিক্ষোভ দেখান শুরু করে দিয়েছেন চাকরিহারারা। পরিস্থিতি আয়ত্তে আনতে লাঠিচার্জ পুলিশের। বর্ধমানেও তুমুল উত্তেজনা পরিস্থিতি।
অন্যদিকে তমলুকেও ডিআই অফিসে তালা ঝুলিয়েছে চাকরিহারারা। ডিআইকে ঘিরে বিক্ষোভ দেখিয়ে সদুত্তর না মেলায় রাজ্য সড়ক অবরোধ করেন বিক্ষোভকারীরা।এছাড়াও মালদহ জেলার অতুল মার্কেটে বিদ্যালয় পরিদর্শকের দফতর ঘেরাও যোগ্য শিক্ষকদের। কর্মীদের অফিসে ঢুকতে বাধা। এরপরেই দফতরের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কি শুরু হয়। একথায় বলা যায়, সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি বাতিলের ঘটনায় এদিন গোটা রাজ্য জুড়ে পথে নেমেছেন শিক্ষক- শিক্ষিকারা।