দেশ

২৬ হাজার চাকরি বাতিল নিয়ে রাষ্ট্রপতিকে চিঠি রাহুল গান্ধির

Rahul Gandhi writes to President over cancellation of 26,000 jobs

Truth Of Bengal: সুপ্রিম কোর্টের নির্দেশে বাংলায় প্রায় ২৬ হাজার শিক্ষক- শিক্ষিকাদের বাতিল হয়েছে চাকরি। এই আবহে বাংলার স্কুল সার্ভিস কমিশনের চাকরিহারাদের বিষয়ে হস্তক্ষেপের আর্জি জানিয়ে রাষ্ট্রপতিকে চিঠি লিখলেন রাহুল গান্ধি। আর সেখানেই তিনি শিক্ষকদের জন্য ন্যায়বিচারের আবেদন করেছেন।

এক্স হ্যান্ডেলে পোস্ট করে কংগ্রেস নেতা লেখেন,’ আমি ভারতের মাননীয় রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুকে চিঠি লিখেছি। সেখানে পশ্চিমবঙ্গের হাজার হাজার যোগ্য স্কুল শিক্ষকদের বিষয়ে তাঁর সদয় হস্তক্ষেপ চেয়ে আর্জি জানিয়েছি। আপনি  সরকারকে অনুরোধ করুন বিষয়টি বিবেচনা করে দেখতে যাতে যোগ্যেরা চাকরি না খোয়ান।‘ এককথায় বলা যায়, এবার বাংলার চাকরিহারাদের পাশে দাঁড়ালেন বিরোধী দলনেতা অর্থাৎ কংগ্রেস নেতা রাহুল গান্ধি।

উল্লেখ্য,  ২০১৬ সালের এসএসসি-র শিক্ষক ও অশিক্ষক কর্মী নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ উঠেছিল। কলকাতা হাই কোর্টে এই সংক্রান্ত শুনানিতে ওই সালের নিয়োগ প্রক্রিয়া পুরোটাই বাতিল করে দেয়। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার। যদিও শীর্ষ আদালতে প্রধান বিচারপতি সঞ্জীব খন্নার বেঞ্চ এই মামলার রায়ে স্পষ্ট জানিয়ে দেয়, যোগ্য-অযোগ্য বাছাই করা সম্ভব হয়নি। তাই পুরো প্যানেলই বাতিল করার নির্দেশ দেওয়া হয়। আর তাতেই চাকরি হারান প্রায় ২৬ হাজার জন।

Related Articles