রাজ্যের খবর

এখন দীঘার বিশেষ আকর্ষণ মা নায়কালী মন্দির, সন্ধ্যায় লাইট অ্যান্ড সাউন্ড মন কাড়বে পর্যটকদের

Now the special attraction of Digha is Maa Nayakali Temple, the light and sound show in the evening will captivate tourists

Truth Of Bengal: মুখ্যমন্ত্রীর জেলা সফরের আগে সেজে উঠছে দীঘা মেরিন ড্রাইভের পাশে মা নায়কালী মন্দির। সন্ধ্যায় এলে মনে হবে এক নৈসর্গিক সৌন্দর্যের জগতে চলে এসেছি। আলো শব্দের খেলা, সাথে ফোয়ারা। মন্দিরের ঘন্টার ধ্বনি। দিঘা মেরিন ড্রাইভের পাশে মা নায়কালী মন্দিরে এলে এখানকার লাইত অ্যান্ড সাউন্ড আপনার মন জয় কড়বেই।

দীঘা মেরিন ড্রাইভের রাস্তায় শংকরপুর এর আগেই গড়ে উঠেছে মা নায়কালি মন্দির। মুখ্যমন্ত্রীর জেলা সফরের আগে নতুন শয্যায় গড়ে উঠছে এই মন্দির। ২৮ শে এপ্রিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর রয়েছে দীঘা জগন্নাথ মন্দির উদ্বোধনের জন্য। তার আগে চলছে জোর কদমে প্রস্তুতি। অসাধারণ রংবেরঙের আলোর রোশনাই মেরিন ড্রাইভের রাস্তা অসাধারণ লাগবে।

মায়ের নাম নায়কালী। মনে হচ্ছে কেন এই ধরণের নাম ? ৩০০বছরের প্রাচীন এই মন্দিরকে ঘিরে নানা লোককথা ও বিশ্বাস ঘোরাফেরা করে।বলা হয়, আসলে, দেবী যখন এখানে আর্বিভূত হন,তখন এলাকাটা জঙ্গল ছিল। এত গভীর জঙ্গল ছিল যে সূর্যের আলোও প্রবেশ করতে পারত না। বাঘ-ভল্লুক সহ ভয়ঙ্কর প্রাণীরা জঙ্গলে আসত।অরণ্য অঞ্চল ভয়ে ঢাকা থাকত।সেসময় একটি তেঁতুলগাছের কোঠর থেকে মায়ের আর্বিভাব হয়।

মন্দিরের সেবায়েতরা সেই কোঠর থেকে মাকে দেখতে পায়। তারপর সেবায়েতরা একচালা ঘরে শুরু করেন পুজো। এরপর সেই মায়ের কথা লোকমুখে ছড়িয়ে পড়লে জাগ্রত দেবীর পুজো চালু হয়। শুভ-কামনা করে মহাড়ম্বরে পরে মন্দিরে পুজোপাঠ চালু হয়েছে।এখন এই জাগ্রত  দেবীর পুজোর জন্য কালীপুজোর আগে পূর্ণ প্রস্তুতি চলছে।

Related Articles