জীবন দায়ী ওষুধের দাম বৃদ্ধির প্রতিবাদে পথে নামলেন বেচারাম মান্না
Becharam Manna takes to streets to protest against price hike of life-saving medicines

Truth Of Bengal: ৯৯০ টি জীবন দায়ী ওষুধের দাম বৃদ্ধির প্রতিবাদে শুক্রবার বিকেলে সিঙ্গুরে মন্ত্রী বেচারাম মান্নান নেতৃত্বে এক বিশাল প্রতিবাদ মিছিল এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে।এদিন সাড়ে চারটে নাগাদ সিঙ্গুর কল্পনা সিনেমা হলের সামনে থেকে এই মিছিল শুরু হয়ে দলুইগাছায় গিয়ে শেষ হয়।
মিছিল থেকে ধ্বনী ওঠে যেভাবে কেন্দ্রীয় সরকার একের পর এক জন বিরোধী সিদ্ধান্ত নিচ্ছে। গরিব মানুষদের বিপদে ফেলছে তাতে সকলকে কেন্দ্র সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে মানুষকে এগিয়ে আসতে। সেখান থেকে মন্ত্রী বেচারাম মান্না জানান , ‘ পহেলা এপ্রিল দেশের মানুষকে এপ্রিল ফুল করে ৯৯০ টি জীবন দায়ী ওষুধের দাম যেভাবে বৃদ্ধি করেছে কেন্দ্রীয় সরকার। তাতে সারা দেশের কোটি কোটি গরিব মানুষ বিপাকে পড়েছে। প্রতিনিয়ত নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের সঙ্গে সঙ্গে মানুষের বেঁচে থাকার জন্য যে ওষুধের প্রয়োজন হয় তা প্রতিনিয়ত বাড়িয়ে চলেছে । যার ফলে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের।
বলা বাহুল্য, গত মঙ্গলবার থেকে জীবন দায়ী ওষুধ ইনজেকশনের দাম বৃদ্ধি করেছে ওষুধ সংস্থাগুলি।যার ফলে সাধারণ মানুষের নাজেহাল অবস্থা। এই পরিস্থিতিতে রাজ্যের প্রতিটি জেলায় দফায় দফায় পথে নামছেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা। আর সেখান থেকেই আমজনতার কথা তুলে ধরেছে শাসক শিবির।