দেশ

ওয়াকফের অপব্যবহার হলে মুসলিমদের পাশে থাকবে বিএসপি, জানালেন বিএসপি সুপ্রিমোমায়াবতী

BSP will stand by Muslims if Waqf is misused, says BSP supremo Mayawati

Truth of Bengal: ওয়াকফের অপব্যবহার হলে বিএসপি মুসলিমদের পাশে দাঁড়াবে বলে জানিয়ে দিলেন বিএসপি সুপ্রিমো মায়াবতী। ওয়াকফ সংশোধনী বিল সম্পর্কে বিএসপি সুপ্রিমো মায়াবতী বলেছেন, কেন্দ্রীয় সরকার তাড়াহুড়ো করে এই বিলটি এনেছে। এই বিলটি বোঝার জন্য জনসাধারণকে আরও সময় দেওয়া হলে আরও ভালো হতো।

সামাজিক মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, সংসদে ওয়াকফ সংশোধনী বিলের বিষয়ে শাসক দল এবং বিরোধীদের বক্তব্য শোনার পর এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, কেন্দ্রীয় সরকার যদি এই বিলটি বোঝার জন্য জনগণকে আরও কিছুটা সময় দিত এবং এই বিলটি পেশ করার আগে তাদের সমস্ত সন্দেহ দূর করত, তা হলে আরও ভালো হতো। দুঃখের বিষয় হল সরকার খুব তাড়াহুড়ো করে এই বিলটি এনেছে এবং পাস করেছে। এটা ন্যায্য নয় এবং এখন এই বিলটি পাস হওয়ার পর যদি সরকারগুলি এর অপব্যবহার করে তবে তাঁর দল মুসলিম সম্প্রদায়কে সম্পূর্ণরূপে সমর্থন করবে। অর্থাৎ এই ক্ষেত্রে বিএসপি এই বিলের সঙ্গে একমত নয় বলে বুঝিয়ে দিয়েছেন তিনি।

লোকসভার পর রাজ্যসভাতেও পাশ হল ওয়াকফ (সংশোধনী) বিল। বৃহস্পতিবার বিলটি পেশ করা হয়েছিল সংসদের উচ্চকক্ষে। সেখানেও প্রায় ১২ ঘণ্টা আলোচনা হয় এই বিলটি নিয়ে। এরপর তা অনুমোদিত হয় রাজ্যসভাতেও। বিলটির পক্ষে ১২৮টি এবং বিপক্ষে ৯৫টি ভোট পড়ে উচ্চকক্ষে। রাত ২টো ৩৪ মিনিটে এই ভোটাভুটির ফল ঘোষিত হয়। লোকসভায় এই বিলের পক্ষে ভোট দিয়েছিলেন ২৮৮ জন সাংসদ, বিপক্ষে ভোট দিয়েছিলেন ২৩২ জন সাংসদ। এখন যেহেতু বিলটি লোকসভার পাশাপাশি রাজ্যসভাতেও পাস হয়েছে, এবার রাষ্ট্রপতির স্বাক্ষরে বিলটি আইনে পরিণত হবে। উল্লেখ্য, ওয়াকফ সম্পত্তির প্রশাসন ও পরিচালনার উন্নতির লক্ষ্যে মোদি সরকার এই বিলটি এনেছিল বলে দাবি শাসকপক্ষের।

তবে সংসদের উভয় কক্ষে ক্ষমতাসীন এনডিএ এবং বিরোধী দলগুলির মধ্যে প্রচণ্ড সংঘাত হয়েছে। রাজ্যসভায় বিলটি নিয়ে বিতর্ক চলাকালীন জেডিইউ সাংসদ সঞ্জয় কুমার ঝা বলেন, বিহারের মুসলিম জনসংখ্যার ৭৩ শতাংশ পসমন্দা মুসলিম। তারা প্রথমবারের মতো ওয়াকফ বোর্ডে প্রতিনিধিত্ব করতে পারবেন। তিনি বলেন, এই বিল নিয়ে মুসলিমদের মধ্যে গুজব ছড়ানো হচ্ছিল, কিন্তু রাজ্যসভায় আলোচনার পর পরিস্থিতি স্পষ্ট হয়ে যাবে। সঞ্জয় ঝা-এর মতে, এই আইনের বাস্তবায়িত হলে তা সত্যিকার অর্থে দরিদ্র মুসলমানদের জন্য কাজ করবে। বিপক্ষেও অনেক বক্তব্য উঠে আসে। তাড়াহুড়ো করে সরকার কেন এই বিল পাশ করাতে মরিয়া তা নিয়ে প্রশ্ন তোলে বিরোধীরা।

Related Articles