রাজ্যের খবর

রেশন দোকান থেকে মেয়াদ উত্তীর্ণ আটা প্রদান! আটক অভিযুক্ত

Provide expired flour from ration shops! Arrested accused

Truth Of Bengal: মাধব দেবনাথ,নদিয়া: ন্যায্য মূল্যের রেশন দোকান থেকে মেয়াদ উত্তীর্ণ আটা দেওয়া হয় গ্রাহকদের। বিষয়টি নজরে আসতেই পুলিশকে খবর দেয় গ্রাহকরা। পুলিশ এসে ওই রেশন দোকানের মালিকের ছেলেকে আটক করে থানায় নিয়ে যায়। ঘটনাটি নদীয়ার কল্যাণী থানার অন্তর্গত গয়েশপুর কাটাগঞ্জ এলাকার।

জানা যায় গয়েশপুর থানার অন্তর্গত কাটাগঞ্জ এলাকার রেশন ডিলার রেখা বিশ্বাস। তার সরকারি অনুমোদিত ন্যায্য মূল্যের রেশন দোকান রয়েছে। বুধবার প্রতি সপ্তাহের মত গ্রাহকরা রেশন আনতে যান সেখান থেকে। নিয়ম অনুযায়ী যে আটা গ্রাহকরা পেয়েছেন পরবর্তীকালে তারা দেখেন সেই আটা সম্পূর্ণ মেয়াদ উত্তীর্ণ। এরপরেই গ্রাহকরা ওই রেশন ডিলারের কাছে এসে বিক্ষোভ দেখাতে শুরু করে।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে কল্যাণী থানার পুলিশ। পুলিশ এসে রেশন ডিলার রেখা বিশ্বাসের ছেলে বাপি বিশ্বাস কে কর্মরত অবস্থায় আটক করে থানায় নিয়ে যায়। এ বিষয়ে রেশন ডিলার রেখা বিশ্বাসের বৌমা সুজাতা বিশ্বাস বলেন, প্রতিমাসে আমরা যে দ্রব্য গ্রাহকদের সরবরাহ করি অবশিষ্ট যদি কিছু বেঁচে থাকে তা আমরা রিটার্ন করে দিই। কিন্তু গত মাসের যে রেশন সামগ্রী বেঁচে ছিল সেগুলো ফেরত দেওয়া হয়নি যার কারণে ভুলবশত এই মাসে গ্রাহকদের দিয়ে দেওয়া হয়েছে। যদিও একাধিক গ্রাহকের দাবি ইচ্ছাকৃতভাবেই মেয়াদ উত্তীর্ণ দ্রব্য গ্রাহকদের বন্টন করা হয়। সম্পূর্ণ দুর্নীতির অভিযোগ তুলছেন গ্রাহকরা।

Related Articles