নদিয়ায় অবৈধ আতশবাজির বিরুদ্ধে বিশেষ অভিযান জেলা পুলিশের, গ্রেফতার ২
District police conduct special operation against illegal fireworks in Nadia, 2 arrested

Truth of Bengal: রাজ্যের একাধিক জায়গায় বাজি বিস্ফোরণের ঘটনায় মৃত্যুর পর নড়েচড়ে বসলো প্রশাসন। নদিয়া জেলা জুড়ে চলছে তল্লাশি। অভিযান চালিয়ে উদ্ধার হয়েছে দুটি থানা এলাকা থেকে প্রচুর বাজির সামগ্রী ও তৈরি সরঞ্জাম। এই ঘটনায় গ্রেফতার ২।
আবারো অবৈধ আতশবাজির বিরুদ্ধে বিশেষ অভিযান জেলা পুলিশের। দুটি পৃথক জায়গায় অভিযান চালিয়ে বাজেয়াপ্ত প্রচুর পরিমাণে নিষিদ্ধ আতশবাজি। অভিযানের শেষে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, বেশ কয়েকদিন ধরে জেলা জুড়ে একই অভিযান চালাচ্ছে রানাঘাট পুলিশ জেলা। ঠিক তেমনি গোপন সূত্রে খবর পেয়ে নদিয়ার কল্যাণীর থানার চর কাঁচরাপাড়া এবং নদীয়ার গাংনাপুর এর নিমতলা কলোনিতে অভিযান চালানো হয়। এই দুটি জায়গায় অভিযান চালিয়ে প্রায় ৪৫ কেজি অবৈধ আতশবাজি বাজেয়াপ্ত করে পুলিশ। পাশাপাশি দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। জানা গিয়েছে ধৃতদের নাম বেচারাম প্রামানিক ও শৈলেন ঘোষ। বুধবার ধৃত দুজনকে নদীয়ার রানাঘাট এবং কল্যাণী আদালতে তোলা হয়।