কলকাতা

চক্ষু চড়কগাছ, কর্পোরেশনের ভিতর কিলবিল করছে সাপ! দেখুন সেই ভিডিয়ো

Eye-popping, snakes slithering inside the corporation! Watch the video

Truth Of Bengal: কলকাতা কর্পোরেশনের ভেতর আবারও সাপ! বুধবার সকালে পুরসভার সদর দফতরের প্রিন্টিং বিভাগে প্রথম এই দু’ফুট লম্বা সাপটি লক্ষ্য করেন কর্পোরেশনের এক নিরাপত্তারক্ষী। তিনিই সবাইকে সতর্ক করেন। এরপর হুড়োহুড়ি পড়ে যায় কর্পোরেশনের ভিতর। খবর দেওয়া হয় বন দফতরে। যদিও সাপটি বিষধর নয় বলে অনুমান করা হচ্ছে।

এদিন সকাল ১০টা নাগাদ প্রিন্টিং বিভাগের দরজা খোলা হয়। সঙ্গে সঙ্গে নজরে না পড়লেও সাড়ে ১০টার দিকে সাপটিকে দেখা যায়। তড়িঘড়ি সকলকে ঘর থেকে সকলকে বার করে দরজা বন্ধ করে দেওয়া হয়। খবর পাঠানো হয় বন দফতরে। তারা এসে সাপটি উদ্ধার করবেন।

Related Articles