খেলা

জামশেদপুর ম্যাচের আগে খালিদের প্রশংসায় বাগান কোচ মোলিনা

Bagan coach Molina praises Khalid ahead of Jamshedpur match

Truth Of Bengal: আইএসএল এখন শুরু হবে শেষ পর্বের লড়াই। অর্থ্যাৎ সেমিফাইনাল। চারটে দলের কাছেই ডু-অর-ডাই ম্যাচ। জেতা ছাড়া অন্য কোনও পথ নেই। লিগ পর্ব এখন অতীত হয়ে গিয়েছে। চলতি আইএসএল-এর সেমিফাইনালে আগামী ৩ এবং ৭ এপ্রিল মোহনবাগান মুখোমুখি হবে খালিদ জামিলের জামশেদপুর এফসির বিরুদ্ধে।

আইএসএল-এ মোহনবাগানের মতোই ছন্দে ছিল জামশেদপুর এফসিও। পয়েন্ট টেবিলের পাঁচ নম্বর স্থানে থেকে সুপার সিক্সে জায়গা করে নিয়েছে খালিদ জামিলের দল। লিগ পর্বের দুটি ম্যাচের একটিতে খালিদের দলকে হারাতে পারলেও আর একটি ম্যাচে মোহনবাগানকে রুখে দিয়েছিল জামশেদপুর এফসি। আইসএল-এ একমাত্র ভারতীয় কোচ হিসাবে খালিদের এই পারফরম্যান্স নিয়ে অন্যদের মতো খুশি বাগান কোচও।

সেমিফাইনাল ম্যাচের আগে মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে বাগান কোচ বলেন, ‘খেতাব জিততে গেলে আমাদের দরকার আর তিনটি ম্যাচ। তবে এখন আমি একটি ম্যাচ নিয়েই ভাবতে চাই। যদি আমরা জয়লাভ করি, তাহলে দ্বিতীয় সেমিফাইনাল এবং তারপর ফাইনাল ম্যাচ নিয়ে ভাববো। আমার দলের কিছু খেলোয়াড় আহত হয়েছিলেন। তাঁরা আবার দলে ফিরে এসেছেন। সব মিলিয়ে বলতে পারি, আমরা জামশেদপুরের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচের জন্য প্রস্তুত আছি। আমার ছেলেরা ১০০ শতাংশ দেওয়ার জন্য প্রস্তুত। আমাদের কাছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হল খেতাব জয় করা।’

মোলিনা আরও বলেন, ‘আমরা সব সময় জয়ের জন্য খেলি। এবারও তার ব্যতিক্রম হবে না। আমি আশাবাদী দল সফল হবে, এবং আমরা আরও গোল করতে পারব। মনবীর ও আপুইয়াকে নিয়ে এখন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। সময়মতো ওদের অবস্থা দেখে তবেই সিদ্ধান্ত নেব।’

সম্প্রতি জাতীয় দলের হয়ে বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক ম্যাচে প্রথম অভিষেক হয় বিশাল কাইথের। সেই ম্যাচে বিশাল দুটি মারাত্মক ভুল করে ফেলেছিলেন। যা থেকে বিপদ হতেই পারত। এরপর যথেষ্ট সমালোচনার মুখে পড়তে হয় বাগান গোলরক্ষককে। মঙ্গলবার মোলিনা অবশ্য বিশালের পাশেই দাঁড়ালেন। বাগান কোচ বলেন, ‘মানুষ মাত্রই ভুল হতে পারে। সে মোহনবাগান ম্যাচেই হোক কিংবা জাতীয় দল। এর মধ্যে কোনও পার্থক্য নেই। তবে আমি নিশ্চিত বিশাল যদি কোনও ভুল করে থাকেন, তবে ও দারুণভাবে পরের ম্যাচে ফিরে আসবেন।’

এরপরই প্রতিপক্ষ দলের কোচ খালিদ জামিল সম্পর্কে প্রশংসা করতে গিয়ে মোলিনা বলেন, ‘আমি প্রতিপক্ষ দলের কোচ নিয়ে কোনও মন্ত্য করি না। কিন্তু তবুই খালিদ জামিল সম্পর্কে বলি, খালিদ অত্যন্ত ভাল কোচ। আমি তাঁকে সব সময়ই খুব শ্রদ্ধা করি।‘

মোলিনার মত ম্যাচ জয়ের ব্যাপারে আশাবাদী বাগানের অন্যতম মিডফিল্ড জেনারেল গ্রেগ স্ট্রুয়ার্ট-ও। স্ট্রুয়ার্ট জানান, ‘মাঝে বেশ কয়েকদিন আমরা ছুটি কাটিয়ে সপ্তাহ দুয়েক ধরে সেমিফাইনালের জন্য অনুশীলন শুরু করেছি। এখন অন্য কোনও দিকে নজর দিতে চাই না। একটাই লক্ষ্য রাখতে চাই, সেটা হল খেতাব জয় করা। জামশেদপুর কঠিন প্রতিপক্ষ। তবুও আমরা আমাদের সেরাটা দিতে পারলে জয় পেতে অসুবিধা হবে না। ট্রফি জয়ের যে সুযোগ আমরা পেয়েছি, তা এবার কাজে লাগাতে চাই।‘

Related Articles