রাজ্যের খবর

শিবের গাজন উৎসবে মাতোয়ারা গ্রাম বাংলা

Celebrating Shiva's Gajan festival

Truth Of Bengal: চৈত্র মাসের শেষ সপ্তাহ জুড়ে শিবের গাজন অনুষ্ঠিত হয়। চৈত্র সংক্রান্তিতে চড়ক পুজোর সঙ্গে এই উৎসবের সমাপ্তি ঘটে। গাজন হল পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে উদযাপিত হওয়া একটি সনাতন ধর্মীয় লোকৎসব।“ আমরা দুটি ভাই শিবের গাজন গাই, ডুগডুগি বাজাই।” গ্রামে এমনকী কলকাতাতে বসবাসকারী অনেকেই মনে হয় ছোটবেলায় নিজের ভাই বা ভাইসম বন্ধুর সঙ্গে বগল বাজিয়ে এই গানটা গেয়েছে! আর কয়েকদিন পরেই চৈত্রের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হতে চলেছে সেই শিবের গাজন। যাকে কেন্দ্র করে শুরু হয়ে গেছে প্রস্তুতি।

পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশেও সনাতন ধর্মাবলম্বী মানুষরা শিবের গাজনের মাধ্যমে নিজেদের ইষ্টের সঙ্গে মিলিত হওয়ার চেষ্টা করেন। তার জন্য অনেকে পুরো চৈত্র মাস ধরে পালন করেন সন্ন্যাস। যার অবসান হয় চৈত্র মাসের শেষ সপ্তাহে অনুষ্ঠিত গাজন উৎসবের মধ্যে দিয়ে। আর গাজনের পরিসমাপ্তি হয় চড়ক পূজোতে । চৈত্র মাসের শেষ সপ্তাহজুড়ে সন্ন্যাসী বা ভক্তদের মাধ্যমে শিবের গাজন অনুষ্ঠিত হয়। আর চৈত্র সংক্রান্তিতে চড়ক পূজা ও চড়ক মেলার মাধ্যমে এই উৎসবের সমাপ্তি ঘটে।

সেই কারণে ভিভিন্ন চড়ক পূজা কমেটির সদস্যরা চৈত্র মাসের শেষ সপ্তাহ রাস্তায় নেমে নাচ গান করে অর্থ সংগ্রহ করছে, শিব,কালী সহ বিভিন্ন দেব দেবী সেজে। এমনি চিত্র দেখা গেলো মঙ্গলবার কালিয়াগঞ্জের রাজপথে মহেন্দ্রগঞ্জ নাট মন্দিরে হওয়া চড়ক মেলা কমেটি বিভিন্ন দেব দেবী মূর্তি নিয়ে শোভাযাত্রা সহকারে নাচ গানের মধ্য দিয়ে পূজার সাহায্য সংগ্রহ করছে। এবছর তাদের চড়ক পূজা ৪০ বছরে পদার্পন করের। তাদের শোভাযাত্রা রাস্তার দুই পাশের সাধারণ মানুষেরা উপভোগ করে

Related Articles